অরুন কুমার সাউ, পাঁশকুড়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় চার দিনব্যাপী বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হলো পাঁশকুড়ার মাইশোরা পঞ্চায়েতের শ্যামসুন্দর পাটনা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে। জেলার অনগ্রসর কল্যাণ দপ্…
অরুন কুমার সাউ, পাঁশকুড়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় চার দিনব্যাপী বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হলো পাঁশকুড়ার মাইশোরা পঞ্চায়েতের শ্যামসুন্দর পাটনা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে। জেলার অনগ্রসর কল্যাণ দপ্তর ও আদিবাসী উন্নয়ন বিভাগের তরফে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। ঝাড়গ্রাম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি সেটির উদ্বোধন করেছিলেন। মঞ্চ-এ প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী। সিধু কানুর মূর্তিতে মাল্য দানের পর নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হয় ।
চার দিন ধরে এই অনুষ্ঠান চলবে।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক ছাড়াও মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার এছাড়াও পাঁশকুড়া এক ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত কুমার মন্ডল,পাঁশকুড়া পৌরসভার পৌর প্রশাসক নন্দকুমার মিশ্র ,পাঁশকুড়া এক পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা সাঁতরা রাউত, সহকারী সভাপতি সুজিত কুমার রায় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গুরুপদ মুন্সি, আধিকারিক ও অতিথিগণ। এদিন আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতের ধামসা মাদল ও বাঁশি তুলে দেয় জেলা শাসক। বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের ক্রমিক মূল্যায়ন ছিল সেই পরীক্ষা শেষ হওয়ার পরেই এদিন অনুষ্ঠান শুরু হয়।