Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শশীকিরণ এর দ্বিতীয় প্রতিষ্ঠা দিবসে দ্বিতীয় পর্যায়ের সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো

শশীকিরণ এর দ্বিতীয় প্রতিষ্ঠা দিবসে দ্বিতীয় পর্যায়ের সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ১৭ ই আগস্ট রবিবার বরোজ হাইস্কুলে। শব্দ দানবের বিরুদ্ধে শশীকিরণ এর কর্ণধার অরিন্দম প্রধান অনবরত লড়াই করে চলেছেন। তাই ওইদিন শিল্পী গৌরাঙ্গ কুইল্যার ম…


শশীকিরণ এর দ্বিতীয় প্রতিষ্ঠা দিবসে দ্বিতীয় পর্যায়ের সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ১৭ ই আগস্ট রবিবার বরোজ হাইস্কুলে। শব্দ দানবের বিরুদ্ধে শশীকিরণ এর কর্ণধার অরিন্দম প্রধান অনবরত লড়াই করে চলেছেন। তাই ওইদিন শিল্পী গৌরাঙ্গ কুইল্যার মাধ্যমে "শব্দ দানব আর নয় শান্তি ফিরুক বিশ্বময়" শীর্ষক আলোচনায় স্থানীয় ক্লাবগুলিকে নিয়ে এক ফলপ্রসূ শিবির অনুষ্ঠিত হয়। ক্লাবের সদস্যরা অনেকেই শব্দ দানব রুখতে শপথ বাক্য পাঠ করে।

গাছে জল দানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রত্যেক ক্লাব ও অতিথির হাতে সংস্থার পক্ষ থেকে একটি করে পলাশ চারা তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে অরিন্দম প্রধান ক্লাবগুলির উদ্দেশ্যে ঘোষণা করেন যে, এই চারাগাছ আগামী এক বছরের মধ্যে যে ক্লাব সবচেয়ে ভালোভাবে বাঁচিয়ে রাখতে পারবে তার জন্য ২০০০ টাকা পুরস্কার থাকবে।


এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে ক্লাবগুলি মাইকের ব্যবহারের উপর নিয়ন্ত্রণ রাখলে তাদের অনুষ্ঠানের পরিবেশ বিচার করে সংস্থার পক্ষ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের আর্থিক মূল্য যথাক্রমে ৫০০০ টাকা, ৩০০০ টাকা ও ১০০০ টাকা।


সমাজ শিক্ষক শ্রী ভোলানাথ পাল "সমাজ সেবার সুফল ও কুফল " নিয়ে এক মনোজ্ঞ আলোচনা করেন। প্রায় দুই শতাধিক  ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয়  দর্শকদের সামনে বাল্যবিবাহের বিরুদ্ধে পথনাটক "নারীর জন্য নির্বাসন " প্রদর্শিত হয়। এই নাটকের নাট্যকার ও নির্দেশক শ্রী সৌম্যদীপ দাস এবং নাটকের সঙ্গে যুক্ত চারজন অভিনেত্রী দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। 


এছাড়াও পাঁচজন সমাজসেবীকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মহম্মদ জাফর শরিফ উপস্থিত ছিলেন। তিনি বলেন "এরকম সমাজসেবী সংগঠনগুলি থাকলে আমাদের প্রশাসনের কাজের অনেক সুবিধা হয়। "