Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেচেদায় সাহিত্য সভায় কাব্যগ্রন্থ প্রকাশ

অরুণ কুমার সাউ, মেচেদা: বিশিষ্ট কবি, প্রাবন্ধিক সুনীল মাইতি মহাশয়ের ইংরেজি কাব্যগ্রন্থ “Resonance of Life” বইটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল মেচেদার যোগেন্দ্র সভাঘরে। বইটির উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য মন্ত্রী ও সাহিত্য…


অরুণ কুমার সাউ, মেচেদা: বিশিষ্ট কবি, প্রাবন্ধিক সুনীল মাইতি মহাশয়ের ইংরেজি কাব্যগ্রন্থ “Resonance of Life” বইটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল মেচেদার যোগেন্দ্র সভাঘরে। বইটির উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য মন্ত্রী ও সাহিত্য অনুরাগী  বিপ্লব রায় চৌধুরী। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বিশিষ্ট কবি অমৃত মাইতি, কবি ভবেশ বসু, কবি  ডক্টর প্রসুন কুমার পড়িয়া, বিশিষ্ট উপন্যাসিক গীতা কান্ডার, কবি প্রণবেশ সামন্ত; বিশিষ্ট কবি গৌতম ভট্টাচার্য,  সমাজকর্মী, শিক্ষক বিমল কুমার দাস,বিশিষ্ট ডাক্তার ও সমাজকর্মী ডঃ বিশ্বনাথ পড়িয়া; সহ দুই মেদিনীপুর জেলা ও জেলার বাইরের আরো ৬০ জন  কবি , সাহিত্যিকসহ সমাজের   বিশিষ্ট জনেরা।


 অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতি মানুষদের সম্বর্ধনা অনুষ্ঠান ,কবি , সাহিত্যিকদের কবিতা পাঠ, সংগীত, নৃত্য ,আলোচনা  প্রভৃতি অনুষ্ঠানের সমন্বয়ে  অনুষ্ঠানের আয়োজন। কবি সুনীল মাইতি বলেন, অনেক দিনের স্বপ্ন ছিল ইংরেজীতে কাব্যগ্রন্থ প্রকাশ করব।ইংরেজী কাব্যগ্রন্থের প্রকাশিত হয়ে খুব ই ভাল লাগছে। মন্ত্রী উদ্বোধন করে আরো সাহিত্যের প্রতি দায়বদ্ধতা বাড়িয়ে দিল।