Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাপগাড়ী গনেশ পূজা কমিটির রক্তদান শিবির

আজ ২৪শে আগষ্ট কাপগাড়ী গনেশ পূজা কমিটির  পরিচালনায় প্রত্যেক বছরের ন্যায় এ-বছরেও যে রক্তদান শিবির এর আয়োজন করে। এ বছর তাদের তৃতীয় বর্ষের।এই শিবিরে এবছর এলাকার পাশাপাশি গ্রামের ১০৪ জন রক্ত দাতা সেচ্ছায় রক্ত দান করেছে। এটা এই এলাকার…

 


আজ ২৪শে আগষ্ট কাপগাড়ী গনেশ পূজা কমিটির  পরিচালনায় প্রত্যেক বছরের ন্যায় এ-বছরেও যে রক্তদান শিবির এর আয়োজন করে। এ বছর তাদের তৃতীয় বর্ষের।এই শিবিরে এবছর এলাকার পাশাপাশি গ্রামের ১০৪ জন রক্ত দাতা সেচ্ছায় রক্ত দান করেছে। এটা এই এলাকার সবথেকে বড়ো রক্ত দান শিবির বলেই শোনা যাচ্ছে।

এই রক্ত দান শিবির এর উদ্দেশ্য এলাকার মানুষের বিপদ কালীন বা মুহুর্শ রুগির রক্তের অভাব যেন না হয়।