Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এবিটিএ-এর পশ্চিম মেদিনীপুর জেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর.... সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ ) পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে ছাত্রছাত্রীদের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত …


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর.... সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ ) পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে ছাত্রছাত্রীদের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের নির্মল হৃদয় আশ্রম বিদ্যালয়ে। প্রতিযোগিতায় সবাইকে স্বাগত জানান এবিটিএ-এর জেলা সম্পাদক জগন্নাথ খান।প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা। প্রতিযোগিতার শুরুর আগে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পতাকা উত্তোলন করেন জেলা শাখার সভাপতি মৃণাল কান্তি নন্দ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন দুই জেলা সম্পাদক অশোক ঘোষ ও বিপদতারণ ঘোষ,সদর মহকুমার প্রাক্তন সম্পাদক শক্তিপ্রসাদ মিত্র ও অন্যান্য বিশিষ্ট জনেরা। উদ্বোধনী ও পুরস্কার বিতরণী সভা পরিচালনা করেন সদর মহকুমা সভাপতি সুরেশ পড়িয়া।প্রায় ৩০ টি ইভেন্টে তিনটি মহকুমা শাখা থেকে বাছাই করা প্রায় আড়াইশো প্রতিযোগী অংশ নেন।

শ্রেনী ভিত্তিতে বিভিন্ন বিভাগে বাংলা, হিন্দি, সাঁওতালি, উর্দু এই চারটি ভাষায় আবৃত্তি প্রতিযোগিতা হয়।বাংলা, সাঁওতালি, নেপালী ভাষায় সঙ্গীত প্রতিযোগিতা হয়। এছাড়া অংকন, প্রবন্ধ রচনা, তাৎক্ষণিক বক্তৃতা, নৃত্য, নির্বাচিত গদ্যাংশ পাঠ সহ অন্যান্য বিষয়ে প্রতিযোগিতা হয়।সফল প্রতিযোগীদের হাতে মানপত্র সহ পুরস্কার তুলে দেওয়া হয়।

জেলার প্রথম স্থানাধিকারীরা আগামী ৩১ শে আগষ্ট দক্ষিন চব্বিশ পরগনা জেলায় অনুষ্ঠিতব্য রাজ্য সংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেবে।