Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দীগ্রামে বিরল প্রজাতির সাপ উদ্ধার

অরুণ কুমার সাউ,নন্দীগ্রাম : পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের জামতলা থেকে উদ্ধার হল একটি কালাচ/কালচিতি সাপ।এদিন চন্ডীপুর বায়োডাইভার্সিটি কনজারভেশন ইউনিটের দেব গোপাল মন্ডল সংরক্ষণ করেন। জানা যায় সমগ্র ভারতবর্ষে যত ধরনের বিষধর স…


অরুণ কুমার সাউ,নন্দীগ্রাম : পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের জামতলা থেকে উদ্ধার হল একটি কালাচ/কালচিতি সাপ।এদিন চন্ডীপুর বায়োডাইভার্সিটি কনজারভেশন ইউনিটের দেব গোপাল মন্ডল সংরক্ষণ করেন। জানা যায় সমগ্র ভারতবর্ষে যত ধরনের বিষধর সাপ পাওয়া যায় তাদের মধ্যে ভয়ঙ্কর প্রাণঘাতী বিষধর সাপের তালিকায় প্রথম সারিতে স্থান  হলো কালাচ।নিউরো টক্সিক ভেনোম জাতীয় এই কালাচটি দেখতে মোটেই সাধারণ কালাচের মত নয়।জটিল জিনতত্ত্ব  বিশ্লেষণ করে জানা যায়, জিনগত পরিবর্তনের ফলে সরিসৃপের ত্বকে মেলানিনের ঘাটতির জন্য এই সাপটি দেখতে সাদা। বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয়  lucistic প্রকৃতি।প্রসঙ্গত, Albino কোন প্রাণীর চোখের বর্ণ অপরিবর্তিত থাকলে তাকে Lucistic বলা হয়। সাপটি উদ্ধারের পর, গবেষণার জন্য কিছু ছবি ও তথ্য নিয়ে বনবিভাগের হাতে তুলে দেওয়া হয়।

চন্ডীপুর বায়োডাইভার্সিটি কনজারভেশন ইউনিটের দেব গোপাল বাবু বলেন , সাপটির ডকুমেন্টারি করা হয়েছে । পূর্ব মেদিনীপুর জেলা বনবিভাগ গবেষণার দায়িত্ব নিতে অনিচ্ছুক।বায়োডাইভার্সিটির পক্ষ থেকে চেষ্টা করা হয়েছিল চিড়িয়াখানাতে রেখে প্রজনন ঘটানোর, তবে বনবিভাগ জানায়, আমাদের রাজ্যে  এরকম কোন পরিকাঠামো নেই।