Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নাবালিকা অপহরণে সাজা ঘোষণা আদালতের

অরুণ কুমার সাউ; তমলুকঃ২০২০ সালে এক নাবালিকাকে অপহরণের ঘটনায় দোষীর তিন বছর সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করল আদালত।  তমলুকের এডিজে চতুর্থ কোর্টে দোষী কার্তিক মাঝিকে তোলা হলে বিচারক আনন্দময় মুখোপাধ্যায় তার তিন বছরের সশ্রম কারাদণ্ড…


অরুণ কুমার সাউ; তমলুকঃ২০২০ সালে এক নাবালিকাকে অপহরণের ঘটনায় দোষীর তিন বছর সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করল আদালত।  তমলুকের এডিজে চতুর্থ কোর্টে দোষী কার্তিক মাঝিকে তোলা হলে বিচারক আনন্দময় মুখোপাধ্যায় তার তিন বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেন। পাশাপাশি অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের অতিরিক্ত কারাদণ্ডের সাজা শোনান বিচারক। জানা গেছে ২০২০ সালের জুন মাসে পাঁশকুড়া থানা এলাকায় এক নাবালিকা ছাত্রীকে টিউশন পড়তে যাওয়ার সময় অপহরণ করে নিয়ে যায় অভিযুক্ত। এরপর পরবর্তী সময়ে অন্তঃসত্তা হয়ে পড়ে ওই নাবালিকা। সেই ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তার সাজা ঘোষণা করেছে আদালত। সরকারপক্ষের আইনজীবী দেবরূপ মিদ্দা বলেন, “আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী কার্তিক মাঝিকে তিন বছরের সশ্রম কারাদণ্ডের সাজার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানার কথা ঘোষণা করেছেন।”