নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর....কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে স্টুডেন্ট হেলথ হোম মেদিনীপুর আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। শনিবার প্রতিযোগিত…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর....কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে স্টুডেন্ট হেলথ হোম মেদিনীপুর আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। শনিবার প্রতিযোগিতার প্রথম দিন সকালে পশ্চিম মেদিনীপুর জেলা খো খো সংস্থার সহযোগিতায় মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্সে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ছাত্রীদের আট দলীয় খো খো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মেদিনীপুর সদর ব্লকের হরিশপুর দেশপ্রাণ হাইস্কুল,রানার্স হয় ঘাটাল মহকুমার কলোড়া হাইস্কুল।
এছাড়াও এই প্রতিযোগিতার অংশ নিয়েছিল চুয়াডাঙ্গা হাইস্কুল, নয়াগ্রাম হাইস্কুল, মেদিনীপুর কলেজিয়েট বালিকা বিদ্যালয়,বেনাপুর হাইস্কুল, নির্মল হৃদয় আশ্রম (বালিকা) এবং ষড়রঙ হাইস্কুলের ছাত্রীরা। এদিন বিকেলে হেলথ হোম দপ্তরে সাংস্কৃতিক প্রতিযোগিতার কিছু ইভেন্ট অনুষ্ঠিত হয়। রবিবারও বেশ কিছু ইভেন্ট অনুষ্ঠিত হবে। ছেলেদের কাবাডি প্রতিযোগিতা অল্প কিছু দিনের মধ্যে অনুষ্ঠিত হবে।