অরুণ কুমার সাউ, তমলুক:১৯৫৯ সালের খাদ্য আন্দোলন ও '৯০ সালের ভাড়া বৃদ্ধি বিরোধী আন্দোলনের শহীদ স্মরণে আজ সকালে তমলুকের মানিকতলা মোড়ে শহীদ বেদী স্থাপন ও বিকেলে পথসভা করল এস ইউ সি আই (কমিউনিস্ট) দল।। সকালে শহীদ বেদীতে মাল্য দান…
অরুণ কুমার সাউ, তমলুক:১৯৫৯ সালের খাদ্য আন্দোলন ও '৯০ সালের ভাড়া বৃদ্ধি বিরোধী আন্দোলনের শহীদ স্মরণে আজ সকালে তমলুকের মানিকতলা মোড়ে শহীদ বেদী স্থাপন ও বিকেলে পথসভা করল এস ইউ সি আই (কমিউনিস্ট) দল।। সকালে শহীদ বেদীতে মাল্য দানে উপস্থিত ছিলেন দলের পূর্ব মেদিনীপুর জেলা উত্তর সংগঠনিক জেলা সম্পাদক জনাব প্রণব মাইতি।
বিকেলে খাদ্য আন্দোলনের শহীদ দিবসের প্রাসঙ্গিকতা এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এস আই আর'র নামে হুর পথে এনআরসি চালুর বিরোধিতা করে পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তমলুক লোকাল কমিটির সম্পাদক জানানন্দ রায়, দলের জেলা সম্পাদক মন্ডলী সদস্য শিলা দাস, অসীমা পাহাড়ী, সুমিত রাউত প্রমূখ।