নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ...প্রায় একশো জন সদস্যের গৌরবযয় উপস্থিতিতে ও মতামত বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠিত হলো মেদিনীপুর ফিল্ম সোসাইটির একষট্টিতম বার্ষিক সাধারন সভা।সভাটি সোসাইটির নিজস্ব সভাগৃহ চারুলতা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়।…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ...প্রায় একশো জন সদস্যের গৌরবযয় উপস্থিতিতে ও মতামত বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠিত হলো মেদিনীপুর ফিল্ম সোসাইটির একষট্টিতম বার্ষিক সাধারন সভা।সভাটি সোসাইটির নিজস্ব সভাগৃহ চারুলতা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সোসাইটির বিভিন্ন আধিকারিক ও পৃষ্ঠপোষকগন।
ছিলেন চন্দন বসু,বজরংলাল আগরওয়াল, ডাঃ বিবেক বিকাশ মন্ডল, প্রসেনজিৎ সাহা,আশীষ চক্রবর্ত্তী, ডাঃ গোলোক বিহারী মাজি, ইন্দ্রজিৎ পাণিগ্রাহী,তনুশ্রী ভট্টাচার্য্য, তপন পাল, দেব কুমার পাল, দুলাল ব্যানার্জী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।আগামী দিনের পথচলার বিষয়ে বিভিন্ন গঠনমূলক প্রস্তাব উঠে আসে সকলের আলোচনায়।
২৯২৪-২৫ সালের কার্যক্রমের বিস্তারিত বিবরণ ও বাৎসরিক আয় ব্যয়ের হিসাব পেশ করেন সোসাইটির সাধারন সম্পাদক সত্যজ্যোতি অধিকারী। সভা পরিচালনা করেন কার্যনির্বাহী সভাপতি সিদ্ধার্থ সাঁতরা। সোসাইটির নিজস্ব ত্রৈমাসিক পত্রিকা চলচ্চিত্র বার্তা প্রকাশ পায় এদিনের অনুষ্ঠানে।