অরুণ কুমার সাউ,ভগবানপুর: মোটর বাইক চড়ে স্কুলে যাচ্ছিলেন শিক্ষক। চলন্ত মোটরবাইকে থাকা শিক্ষকের উপর হামলা চালায় দুই দুষ্কৃতি। ধারালো অস্ত্রের কোপে শিক্ষকের ডান হাতের কব্জি থেকে কেটে পড়ে হাত। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগ…
অরুণ কুমার সাউ,ভগবানপুর: মোটর বাইক চড়ে স্কুলে যাচ্ছিলেন শিক্ষক। চলন্ত মোটরবাইকে থাকা শিক্ষকের উপর হামলা চালায় দুই দুষ্কৃতি। ধারালো অস্ত্রের কোপে শিক্ষকের ডান হাতের কব্জি থেকে কেটে পড়ে হাত। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর দক্ষিণ ফুলবেড়িয়াতে । আহত ঐ শিক্ষককে কলকাতার এস এস কে এম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুষ্কৃতীরা পলাতক তারা মুখে কাপড় বেঁধে হামলা চালিয়েছে বলে জানা যায়। আক্রান্ত শিক্ষক গোকুল চন্দ্র মুড়া প্রাথমিক শিক্ষক। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ঐ শিক্ষকের মেয়ের প্রেমিক এই হামলায় জড়িত। পুলিশ সূত্রে জানা যায় দুই দুষ্কৃতী মুখে কালো কাপড় বেঁধে মোটর বাইক চড়ে এসেছিল।। তাদের লক্ষ্য ছিল শিক্ষকের উপর আক্রমণ চালানো। শিক্ষকের গলা লক্ষ্য করে তারা অস্ত্র চলায়। শিক্ষক দ্রুত মাথা সরিয়ে নিয়ে ডান হাত দিয়ে তা বাধা দেওয়ার চেষ্টা করায় তার ডান হাত কব্জি থেকে আলাদা হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। দুষ্কৃতীরা মোটরবাইকে চম্পট দেয়। দুষ্কৃতীদের পরিচয় জানা যায়নি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এই নিয়ে যথেষ্ট আতঙ্কে রয়েছে এলাকাবাসী।
পুলিশ সূত্রের খবর বছর দুয়েক আগে শিক্ষকের নাবালিকার ছোট মেয়েকে অপহরণ করে বিয়ের অভিযোগ উঠেছিল গ্রামের এক যুবকের বিরুদ্ধে। পরিবারের অভিযোগের ভিত্তিতে নাবালককে পুলিশ উদ্ধার করে। গ্রেপ্তার করা হয়েছিল অভিযুক্ত যুবককে। পরবর্তীকালে ওই নাবালিকা যুবকের সাথে চলে যায়। নাবালিকা পরিবারের অভিযোগের ভিত্তিতে পকসো আইনে যুবককের বিরুদ্ধে মামলা হয়, আবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। দু তিনবার ওই যুবকের বিরুদ্ধে মামলা হয় ও গ্রেপ্তার হয়। পুলিশের অনুমান শিক্ষকের উপর রাগে তার মেয়ের প্রেমেক এই হামলা চালিয়েছে। এগরা মহকুমা থানা পুলিশ আধিকারিক জানান , ঘটনার তদন্ত শুরু হয়েছে, দুষ্কৃতীদের খোঁজ চলছে।ঘটনাই এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পাশাপাশি এলাকার মানুষজন বেশ আতঙ্কে।