পূর্ব মেদিনীপুর , তমলুক : বারাসাতে অপরাধ করে পূর্ব মেদিনীপুরের জেলা সদর তমলুকে গা ঢাকা দিয়েছিলেন উত্তরপ্রদেশের এক বাসিন্দা। বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে নাইন এমএম পিস্তল সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল তমলুক থানার পুলিশ।…
পূর্ব মেদিনীপুর , তমলুক : বারাসাতে অপরাধ করে পূর্ব মেদিনীপুরের জেলা সদর তমলুকে গা ঢাকা দিয়েছিলেন উত্তরপ্রদেশের এক বাসিন্দা। বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে নাইন এমএম পিস্তল সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল তমলুক থানার পুলিশ। তমলুক আদালতে তোলা হয়েছে।
উত্তরপ্রদেশের এক দুষ্কৃতীকে নাইন এমএম পিস্তল, ১২ রাউন্ড গুলি সহ গ্রেফতার করল তমলুক থানার পুলিশ। চাঞ্চল্য তমলুক সহ জুড়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া ঐ ব্যক্তির নাম মুজাহিদ আনোয়ার (৪০)। বাড়ি উত্তর প্রদেশের খুশিনগর জেলায়। মঙ্গলবার গভীর রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাম্রলিপ্ত পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মীরপাড়া এলাকায় মুস্তাক আহমেদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানেই বাড়ি ভাড়া নিয়ে থাকতো মুজাহিদ। পুলিশ গভীর রাতে বাড়াবাড়িতে তল্লাশি চালায়। তার কথাবার্তায় সন্দেহজনক হওয়ায় তল্লাশি চালিয়ে একটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন, বারো রাউন্ড গুলি উদ্ধার করে। বুধবার তাকে তোলা হয় তমলুক আদালতে। ঐতিহাসিক তাম্রলিপ্ত পৌরসভার শান্তিপ্রিয় এলাকায় এই ধরনের পিস্তল উদ্ধার হওয়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। স্থানীয় কাউন্সিলর আনোয়ারা বেগম বলেন এই প্রথম এই ধরনের ঘটনা ঘটলো।
মানুষকে সচেতন করতে আগামী দিনে ভাড়ায় বাড়ি দিতে গেলে তাদের পরিচয় অবশ্যই রাখতে হবে। মুজাহিদ আনোয়ার পেশায় কাপড় ব্যবসায়ী। গত দেড় বছর ধরে তমলুকের পদুমবসানে এই বাড়িতে ভাড়ায় থাকতেন তিনি। ধৃত কি একাই থাকতো, নাকি এর সঙ্গে অন্য কোন অপরাধ জগতের কেউ রয়েছে তদন্ত করে দেখছে তমলুক থানার পুলিশ।।