পূর্ব মেদিনীপুর : তমলুক, আগামীকাল স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। প্রস্তুত স্কুলগুলো। পরিদর্শনে পুলিশ। ঢুকতে দেওয়া হবে না এডমিট পাওয়া অযোগ্য শিক্ষকদের।দীর্ঘ কয়েক বছর পর আগামীকাল হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। পূর্ব ম…
পূর্ব মেদিনীপুর : তমলুক,
আগামীকাল স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। প্রস্তুত স্কুলগুলো। পরিদর্শনে পুলিশ। ঢুকতে দেওয়া হবে না এডমিট পাওয়া অযোগ্য শিক্ষকদের।
দীর্ঘ কয়েক বছর পর আগামীকাল হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। পূর্ব মেদিনীপুরে স্কুল সার্ভিস কমিশনের ৩৫ ভ্যানুতে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রে সশস্ত্র পুলিশ ও মহিলা পুলিশ কর্মী মোতায়েন থাকবে, ঢোকার মুখে চেকিং এর জন্য থাকছে মেটাল ডিরেক্টর। পূর্ব মেদিনীপুর জেলায় ৩৫টি পরীক্ষা কেন্দ্রে মোট ২১ হাজার ২৫৫ জন চাকরি প্রার্থী নবম ও দশম স্তরের মাধ্যমিক স্কুলের শিক্ষক নিয়োগের পরীক্ষা দেবেন। জেলার মোট পাঁচটি এরিয়ায় ৩৫টি পরীক্ষা কেন্দ্র রেডি ইতি মধ্যেই হয়েছে। কাঁথিতে নটি, এগরায় পাঁচটি, হলদিয়ায় পাঁচটি, পাঁশকুড়ায় তিনটি এবং তমলুকের ১৩ টি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। তমলুকের পরীক্ষা কেন্দ্র গুলি ঘুরে দেখছেন তমলুক থানার আইসি সুভাষ ঘোষ। উল্লেখ্য ২০১৬ সালের পর ৯ বছর বাদে এ রাজ্যের শিক্ষক নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হচ্ছে। সুপ্রিম কোর্টের রায় ২০১৬ সালের নিয়োগপত্র পাওয়া ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার প্যানেল বাতিল হয়েছে।
এসএসসির দেওয়া অযোগ্য শিক্ষকরা এই পরীক্ষায় বসতে পারবে না, যদিও এই তালিকা প্রকাশের আগে অযোগ্য শিক্ষকরা এডমিট কার্ড ইতিমধ্যেই হাতে পেয়েছে। তাদের পরীক্ষা হলে আগেই আটকে দেওয়া হবে। এবং পরীক্ষা হলে যে সিট নাম্বার লাগানো হয়েছে অযোগ্যদের রোল নাম্বার লাল কালি দিয়ে হাইলাইট করা হয়েছে। কোনভাবেই এই অযোগ্য প্রার্থীরা এবারের পরীক্ষায় বসতে পারবে না। আগামীকাল সকাল দশটায় পরীক্ষা হলে ঢোকার জন্য গেট খুলে দেয়া হবে। ১২ টায় পরীক্ষা শুরু। যাতে করে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশ প্রশাসন প্রস্তুত।