অরুণ কুমার সাউ,তমলুক: ৫ই সেপ্টেম্বর, শুক্রবার, পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের খোষখানা প্রাথমিক বিদ্যালয়ে পালিত হলো শিক্ষক দিবস। প্রতি বছরের ন্যায় এবারও এই শিক্ষক দিবসের আয়োজন করে আস্তাড়া স্পোর্টস এন্ড কালচারাল অ্…
অরুণ কুমার সাউ,তমলুক: ৫ই সেপ্টেম্বর, শুক্রবার, পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের খোষখানা প্রাথমিক বিদ্যালয়ে পালিত হলো শিক্ষক দিবস। প্রতি বছরের ন্যায় এবারও এই শিক্ষক দিবসের আয়োজন করে আস্তাড়া স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশন। এই ক্লাবের সদস্যরা প্রতি বছর সমাজের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানোর জন্য এই বিশেষ দিনটি বেছে নেন। সংস্থার পার্শ্ববর্তী কোন একটি বিদ্যালয়ে গিয়ে শিক্ষক দিবস পালন করে থাকে।
এদিন সকালে সংস্থার সদস্যরা খোষখানা প্রাথমিক বিদ্যালয়ের সামনে একত্রিত হয়ে বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত মনীষীদের মূর্তিতে মাল্যদান করেন। এরপর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উদ্বোধনী সংগীত গেয়ে অনুষ্ঠানের সূচনা করে। এই অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাকে উত্তরীয় ও গাছের চারা দিয়ে বরণ করে নেওয়া হয়। এই বছর ক্লাবের অন্যতম লক্ষ্য ছিল প্রয়াত লেখক ও সংস্থার অভিভাবক ড. মৌসম মজুমদারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর দেখানো পথ অনুসরণ করে, ক্লাবের সদস্যরা বিদ্যালয়ের সামনে একটি বটগাছের চারা রোপণ করেন। ক্লাবের সদস্যদের মতে, এই চারাগাছটি শুধুমাত্র একটি গাছ নয়, বরং এটি ড. মৌসম মজুমদারের আদর্শের প্রতীক, যা ভবিষ্যতের প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আস্তাড়া স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি কমল ঘোড়ই, সহ-সভাপতি সুশান্ত চৌধুরী, সহ-সম্পাদক চন্দন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক নিরুপম ঘোষ ও কল্যাণ চৌধুরী এবং ক্লাবের বর্ষিয়ান সদস্য প্রবীর চৌধুরী। এছাড়াও, ক্লাবের অন্য সদস্যরাও এই আয়োজনে অংশ নেন। খোষখানা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানস পাঠক ক্লাবের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।