নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর .....ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অসমাপ্ত আত্মজীবনী 'বিদ্যাসাগর চরিতের' তথ্য অনুসারে ১২ আশ্বিন ' বিদ্যাসাগরের জন্মদিন।কেলেঘাই ও বাঘুই পাড়ের মিঠা ভাষা চর্চা কমিটি'র পক্ষ থেকে এদিন ঠিক…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর .....ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অসমাপ্ত আত্মজীবনী 'বিদ্যাসাগর চরিতের' তথ্য অনুসারে ১২ আশ্বিন ' বিদ্যাসাগরের জন্মদিন।কেলেঘাই ও বাঘুই পাড়ের মিঠা ভাষা চর্চা কমিটি'র পক্ষ থেকে এদিন ঠিক দুপুর ১২ টার সময় শঙ্খ বাজিয়ে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন ও সংক্ষিপ্ত বক্তব্যরের মধ্যেমে পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০৬তম জন্মদিন পালন করা হলো মেদিনীপুর শহরের ওল্ড এল আই সি মোড়ে তাঁর পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে।
উপস্থিত ছিলেন কেলেঘাই ও বাঘুই পাড়ের মিঠা ভাষা চর্চা কমিটি'র মুখ্য উপদেষ্টা ও বিশিষ্ট লোকসংস্কৃতি গাবেষক ড. মধুপ দে, কার্যকরী সভাপতি অমিত কুমার সাহু, সহ সভাপতি শিক্ষক সুদীপ কুমার খাঁড়া,
সম্পাদক নরসিংহ দাস, ২০২৫ সালের বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত কলেজগুলোর এন এস এস বিভাগের শ্রেষ্ঠ প্রোগ্রাম অফিসির অধ্যাপক ড. সুশান্ত কুমার দে, বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালক বিভাগের শিক্ষক অরূপ ঘোষ, চিকিৎসক ডা. সুদীপ চৌধুরী প্রমুখ।