Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকে সর্বভারতীয় গণতান্ত্রিক যুব সংগঠন এর বিক্ষোভ মিছিল

অরুণ কুমার সাউ, তমলুক : ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে এবং বিভিন্ন দাবিতে পূর্ব মেদিনীপুরের তমলুকে প্রতিবাদ মিছিল করেছে সর্বভারতীয় গণতান্ত্রিক যুব সংগঠন। সংগঠনটির পূর্ব মেদিনীপুর উত্তর স…


অরুণ কুমার সাউ, তমলুক : ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে এবং বিভিন্ন দাবিতে পূর্ব মেদিনীপুরের তমলুকে প্রতিবাদ মিছিল করেছে সর্বভারতীয় গণতান্ত্রিক যুব সংগঠন। সংগঠনটির পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে মঙ্গলবার তমলুকের হাসপাতাল মোড় থেকে এসডিও অফিস পর্যন্ত একটি যুব বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় অর্ধশতাধিক যুবক অংশ নেন। এদিনের দাবিগুলোর মধ্যে ছিল ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর 'বাংলাদেশী' তকমা লাগিয়ে অকথ্য অত্যাচার এবং তাদের জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার প্রতিবাদ। ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হলেও দুর্নীতির সঙ্গে যুক্ত নেতা-মন্ত্রীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। 'এনআরসি' চালুর পরিকল্পনার বিরোধিতা। মদ, জুয়া এবং সাট্টার বিরুদ্ধে প্রতিবাদ। বাইক-ট্যাক্সি এবং ডেলিভারি বয়ের মতো প্ল্যাটফর্ম-ভিত্তিক অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনা। সমস্ত শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবি। ধারিন্দা-মানিকতলা তালপুকুর রেললাইনের ওপর ফ্লাইওভার নির্মাণ এবং মেছেদার ফাইভ পয়েন্ট থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তা সংস্কারের দাবি।

মিছিলে নেতৃত্ব দেন সর্বভারতীয় গণতান্ত্রিক যুব সংগঠন-এর পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক কমরেড আশিস দোলাই এবং রাজ্য কমিটির সদস্য লক্ষ্মীকান্ত সাঁতরা। এছাড়া সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য স্নেহলতা সাহু এবং রাজ্য কমিটির সদস্য নারায়ণ বেরা।মিছিল শেষে জেলা সভানেত্রী মঞ্জুশ্রী মাইতির নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের দপ্তরে গিয়ে ডেপুটেশন জমা দেয়।