Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জাতীয় শিক্ষানীতি মেনে মেদিনীপুর সিটি কলেজের ভূগোল বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো একমাসের কর্মমুখী অধ্যয়ন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত মেদিনীপুর সিটি কলেজের স্নাতকস্তরে নতুন শিক্ষানীতি অনুসারে বিভিন্ন বিভাগে কর্মমুখী অধ্যয়নের ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।মেদিনীপুর সিটি কলেজের ভূগোল বিভাগের ছাত্র-ছাত্…


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত মেদিনীপুর সিটি কলেজের স্নাতকস্তরে নতুন শিক্ষানীতি অনুসারে বিভিন্ন বিভাগে কর্মমুখী অধ্যয়নের ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।মেদিনীপুর সিটি কলেজের ভূগোল বিভাগের ছাত্র-ছাত্রীদের ব্যবস্থাপনায় জিও ট্যাগ প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় আধুনিক জরিপ কার্যের গত একমাস ধরে বিভিন্ন জায়গায় মানচিত্র অনুসারে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের শংসাপত্র প্রদান করা হয়। 

ভূগোল বিভাগের চতুর্থ সেমিস্টারের উদ্যোগে ওই প্রশিক্ষণ কর্মশালাটি একমাস ধরে চলে। গত এক মাস ধরে চলা এই প্রশিক্ষণের উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন মেদিনীপুর সিটি কলেজের অধ্যক্ষ সুদীপ্ত চক্রবর্তী, ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান অনির্বাণ বৈতালিক, প্রশিক্ষণের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক কার্তিক বেরা সহ বিভাগের অন্যান্য অধ্যাপক তথা জিও ট্যাগ প্রাইভেট লিমিটেডের প্রশিক্ষক অধ্যাপক শংকর্ষণ প্রামাণিক।


সমস্ত প্রশিক্ষণ কার্যকলাপটি একমাস যাবত প্রথাগত জরিপ কার্যের সাথে সাথে আধুনিক যন্ত্রাদি ব্যবহার করে অটোক্যাড সফটওয়্যার এর মাধ্যমে মানচিত্রায়নে শিক্ষা লাভ করে। যার দ্বারা যেমন ছাত্র-ছাত্রীদের নিখুত জরিপ কার্য সম্পর্কে অবগত হয়,তেমনি তাদের কাছে আগামী দিনে আধুনিক কর্মসূচিমূলক কাজের নতুন দিশা দেওয়া এই প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য।


এই প্রশিক্ষণ শেষে চতুর্থ পাঠপর্যায়ের প্রায় ৬০ জন ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র তুলে ধরা হয়। শংসাপত্র প্রদান করেন কলেজের অধ্যক্ষ সুদীপ্ত চক্রবর্তী, জিও ট্যাগ লিমিটেড এর কর্ণধার বাসুদেব ভট্ট সহ বিভাগের অন্যান্য অধ্যাপকেরা। উপস্থিত ছাত্র-ছাত্রী, জিও ট্যাগ প্রাইভেট লিমিটেডের সকল ব্যক্তিবর্গ তথা ভূগোল বিভাগের সকল অধ্যাপকবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন মেদিনীপুর সিটি কলেজের অধিকর্তা প্রদীপ ঘোষ এবং কলেজের উপাধ্যক্ষ কুন্তল ঘোষ।