Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মীর সমিতি এসটিইএ'র বিক্ষোভ

অরুণ কুমার সাউ,তমলুক : সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ২০০৯ সালের রোপার বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দেওয়া, এসএসসি ২০১৬ প্যানেলে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরিতে বহাল রাখা, সকল শূন্য পদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ…


অরুণ কুমার সাউ,তমলুক : সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ২০০৯ সালের রোপার বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দেওয়া, এসএসসি ২০১৬ প্যানেলে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরিতে বহাল রাখা, সকল শূন্য পদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ, বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, পার্শ্বশিক্ষক ভোকেশনাল শিক্ষকদের উপযুক্ত সাম্মানিক প্রদান, ওয়েস্ট বেঙ্গল হেলথ টিমের আওতায় শিক্ষক-শিক্ষা কর্মীদের নিয়ে আসা সহ নানান দাবিতে এবং হলদিয়া, এ ডি আই অফিস ও তমলুকের ডি আই অফিসের কাজে শিক্ষক হয়রানি ও অস্বাস্থ্যকর জেলা ডিআই অফিস সুষ্ঠু পরিবেশের স্থানান্তরকরনের দাবিতে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক অফিসের সামনের মানিকতলায় অবস্থান বিক্ষোভ মিছিল ডেপুটেশন প্রদান করল মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এসটিইএ। এই দাবি গুলি নিয়ে বৃহস্পতিবার দুপুর থেকে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বিক্ষোভ সভা চলে।


 পরে বর্ষার মধ্যেও মানিকতলা এলাকার জুড়ে মিছিল সংগঠিত হয়। পরে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক পলাশ রায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। ১৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।  এই কর্মসূচিতে নেতৃত্ব দেন এসটিইএ সমিতির পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক শম্ভু মান্না, সহ-সম্পাদক সোমনাথ সামন্ত ও শেখর রঞ্জন মাইতি, সহ-সভাপতি গুরু প্রসাদ জানা প্রমূখ।