অরুণ কুমার সাউ,হলদিয়া :শিল্প শহর হলদিয়ার ব্রজলালচকে প্রবেশদ্বার ‘ হলদিয়া গেট ' আর থাকলো না। হলদিয়া - মেছেদা ১১৬ নম্বর জাতীয় সড়কের উপর ২০১৩ সালে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ এই হলদিয়া গেট তৈরি করেছিল। তৎকালীন চেয়ারম্যান…
অরুণ কুমার সাউ,হলদিয়া :শিল্প শহর হলদিয়ার ব্রজলালচকে প্রবেশদ্বার ‘ হলদিয়া গেট ' আর থাকলো না। হলদিয়া - মেছেদা ১১৬ নম্বর জাতীয় সড়কের উপর ২০১৩ সালে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ এই হলদিয়া গেট তৈরি করেছিল। তৎকালীন চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর তৎপরতায় এটি তৈরি হয়েছিলো।
শিল্প শহর ব্রজলালচকে বুধবার রাত্রি ৮:০০ পর থেকে হলদিয়া গেট ভাঙার কাজ শুরু করে। বৃহস্পতি বার সকাল ৬ টা পর্যন্ত এই কাজ চলে।এর আগে বিশেষজ্ঞ টিম হলদিয়া গেট পরীক্ষা করে জানিয়ে দিয়েছিলেন, গুরুত্বপূর্ণ রাস্তার ওপর তৈরি গেটটির অবস্থা ভালো নয়। যে কোনও সময় ভেঙে পড়তে পারে এই গেট। ভগ্ন অবস্থায় পরিণত হয়েছে।
হলদিয়া উন্নয়ন পরিষদের বোর্ড মিটিং এ সিদ্ধান্ত হয় গেট সরানোর।হলদিয়া উন্নয়ন পরিষদের রিপোর্ট মেনেই প্রশাসন নিরাপত্তার কারণে বুধবার রাত্রিতে হলদিয়া গেট কেটে নামিয়ে নেয়। এসময় যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিলো।