Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

'সেলাই' ছবির বিশেষ প্রদর্শন হলো মেদিনীপুর ফিল্ম সোসাইটি প্রেক্ষাগৃহে.

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .....মেদিনীপুর ফিল্ম সোসাইটি হলে শুক্রবার স্পেশাল স্ক্রীনিং হল সেলাই নামক বাংলা সিনেমার , গল্পটি একটি সম্পর্ক,যা কখনও বন্ধুত্বে বাঁধা,কখনও প্রেমে, আবার কখনও ভাঙা হৃদয়ের শূন্যতায়। এই আবেগেই গাঁথ…


 নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .....মেদিনীপুর ফিল্ম সোসাইটি হলে শুক্রবার স্পেশাল স্ক্রীনিং হল সেলাই নামক বাংলা সিনেমার , গল্পটি একটি সম্পর্ক,যা কখনও বন্ধুত্বে বাঁধা,কখনও প্রেমে, আবার কখনও ভাঙা হৃদয়ের শূন্যতায়। এই আবেগেই গাঁথা ‘সেলাই’। পরিচালক স্বরূপ পালের নতুন বাংলা ছবি যা শুধু একটা গল্প নয়, একটা অনুভব।


এই বছরেই মুক্তি পেতে চলেছে পরিচালক স্বরূপ পালের আসন্ন ছবি ‘সেলাই’। চিত্রকর প্রোডাকশন এবং স্টুডিও-র ব্যানারে নির্মিত এই স্বাধীন বাংলা ছবিটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় টিজার মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।


টিজার থেকে একটা বিষয় পরিষ্কার ছবিটি একাধিক স্তরে আবেগ ও চরিত্রের জটিলতাকে নিয়ে নির্মিত। যেখানে একাধিক চরিত্রের মধ্যে সম্পর্কের জটিলতা, সংযোগ এবং বিচ্ছেদ তুলে ধরা হয়েছে।



ছবির অন্যতম আকর্ষণ ছবির কাস্টিং।

অভিজ্ঞতা আর নতুন প্রতিভার মিশ্রণে গড়া এই টিম যেন একেবারে আলাদা মাত্রা যোগ করেছে এই ছবিতে। ছবিতে রয়েছেন  রজতাভ দত্ত, দেবাশীষ সেন শর্মা, অ্যাঞ্জেলা গোস্বামী, চিত্রাঙ্গদা সমাজদার, সাগ্নিক কোল, প্রীতি কে., ময়ূখ ভট্টাচার্য, কাব্য কাশ্যপ, সুমনা দাস, সুমন গাইন এবং শুভদীপ ঘোষ। 


‘সেলাই’ নামটা যেমন শিল্পের কথা বলে, তেমনি জীবনের জটিল সম্পর্ক গুলোকেও যেন সেলাই করে একসূত্রে বাঁধে এই গল্প।এটি কেবলমাত্র একটি সম্পর্কের গল্প নয় বরং, একে অপরের জগতে জড়িয়ে পড়া একাধিক জীবনের পর্দার কোলাজ।

এই সিনেমাটির বিশেষ প্রদর্শন হলো মেদিনীপুর ফিল্ম সোসাইটি প্রেক্ষাগৃহে।ছবিটি দেখার পর দর্শকদের প্রশংসা ছিল চোখে পড়ার মতো।

ছবির পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন। ছিলেন ফিল্ম সোসাইটির কর্মকর্তা গণ ও মেদিনীপুরের সিনেমাপ্রেমী জনগণ।


ছবির পরিচালনা করেছেন স্বরূপ পাল।গল্প ও সংলাপ লিখেছেন সমুদ্র সিংহ।

চিত্রগ্রহণ করেছেন সৈকত বালা পটভূমি সঙ্গীত। ছবির বি জি এম সৌমাল্য সিংহ।

ছবির সৃজনশীল প্রযোজক: তীর্থঙ্কর রায়।

ছবির সহ-পরিচালক তীর্থঙ্কর রায়।সম্পাদনায়  রয়েছেন প্রণয় দাশগুপ্ত।

মেকআপে ছিলেন মৌপ্রিয়া সরকার, বিনয় সরকার, অমৃতা পাল, সেন কমল।

পোষাক পরিকল্পনায় ছিলেন রঞ্জাবতী, ইয়েসবাবু।

সাউন্ড ডিজাইন ও ফিল্ম মিক্স করেছেন কৌশিক ঘোষ।প্রোডাকশন ডিজাইন করেছেন ।মধুরিমা সিংহ ও প্রিয়াঙ্কা করাঙ্গা।ছবির ডি আই কালারিস্ট সৌরভ দাস। ছবি পরিচালনা বিভাগে রয়েছেন স্মৃতি কে. দেবস্মিতা পাল, শিবরাজ, বিজয়,রাজু বণিক।

টিজার করেছেন তীর্থঙ্কর রায়।

প্রোডাকশন ম্যানেজার শেখর সুর রায়, ইন্দ্রনীল দে।

গ্যাফার: অরুণাভ চন্দ্র

ছবির ডাবিং কো-অর্ডিনেটর পার্থ প্রতীম।

ছবির পোস্ট-প্রোডাকশন প্রধান গৌর দাস।

পোস্ট-প্রোডাকশন স্টুডিও স্টুডিও কোলাজ (কলকাতা)।

পোস্টার ডিজাইন করেছেন নিত্যনন্দ নিয়োগী।

প্রোডাকশন টিমে রয়েছেন জিৎ দাস, রাজকুমার মাইতি, শুভ সূতরাধার, অর্কপ্রভ দত্ত, পার্থ প্রতিম ,নিশীথ দাস ।