অরুণ কুমার সাউ,তমলুক: বুধবার তমলুকে যথাযোগ্য মর্যাদায় বাংলা সাহিত্যের অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপিত হল। তমলুক পৌরসভার সন্নিকটে এই বিশেষ দিনের অনুষ্ঠান আয়োজন করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১…
অরুণ কুমার সাউ,তমলুক: বুধবার তমলুকে যথাযোগ্য মর্যাদায় বাংলা সাহিত্যের অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপিত হল। তমলুক পৌরসভার সন্নিকটে এই বিশেষ দিনের অনুষ্ঠান আয়োজন করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন প্রস্তুতি কমিটি। সকাল থেকেই অনুষ্ঠানের সূচনা হয় প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে। প্রথমেই শরৎচন্দ্রের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান উপস্থিত বিশিষ্টজনেরা। এরপর পরিবেশিত হয় মনোমুগ্ধকর সংগীত, পরবর্তীতে একটি আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে শরৎচন্দ্রের জীবন ও সাহিত্য নিয়ে বিশদ আলোচনা হয়।
এই অনুষ্ঠানে তমলুকের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।তাঁদের মধ্যে ছিলেন শিক্ষিকা দিপালী পাড়ই, শিক্ষক সতীশ সাউ, অ্যাডভোকেট কৃষ্ণপ্রসাদ মাজী, আশীষ হালদার এবং তরুণ ঘোড়াই। বক্তারা তাঁদের বক্তব্যে শরৎচন্দ্রের কালজয়ী সৃষ্টি এবং বাংলা সাহিত্যে তাঁর অবদানের কথা তুলে ধরেন।উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু আজকের দিনেই নয়, আগামী এক বছর ধরে শরৎচন্দ্রের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে নানান সাংস্কৃতিক ও সাহিত্য বিষয়ক কর্মসূচি আয়োজন করা হবে। এর মধ্যে থাকবে তাঁর বিভিন্ন রচনার ওপর আলোচনা, পাঠচক্র এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান।এর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে শরৎচন্দ্রের সাহিত্যকে আরও বেশি করে পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য।

