অরুণ কুমার সাউ,তমলুক : শিক্ষার আধুনিককরণের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হলো পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত উত্তর ধলহরা হিন্দুবোর্ড প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের দুই প্রাক্তন ছাত্র-ছাত্রী, সরোজ কুমার মাইতি এব…
অরুণ কুমার সাউ,তমলুক : শিক্ষার আধুনিককরণের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হলো পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত উত্তর ধলহরা হিন্দুবোর্ড প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের দুই প্রাক্তন ছাত্র-ছাত্রী, সরোজ কুমার মাইতি এবং কল্পনা মণ্ডল-এর আর্থিক সহযোগিতায় এখানে চালু হলো একটি অত্যাধুনিক স্মার্ট ক্লাস। শিক্ষকদের মতে, বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের জন্য শিক্ষক-শিক্ষিকা, এলাকাবাসী এবং প্রাক্তনীদের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ সেই ধারণাকেই আরও একবার প্রমাণ করলো। বিদ্যালয়ের শিক্ষক সতীশ সাউ জানান, বর্তমান যুগে আধুনিক পঠন-পাঠনের জন্য স্মার্ট ক্লাস এক অপরিহার্য অঙ্গ। তিনি বলেন, -আমাদের দুই প্রাক্তনীর আর্থিক সহায়তায় এই স্মার্ট ক্লাসের ব্যবস্থা হয়েছে।
আমরা আশা করি, এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের কাছে পড়াশোনা আরও আকর্ষণীয় হয়ে উঠবে এবং শিক্ষার মান আরও উন্নত হবে। স্মার্ট ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্থিক সহায়তাকারী দুই প্রাক্তনী সরোজ কুমার মাইতি ও কল্পনা মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সদস্য অধ্যাপক গৌর চন্দ্র সামন্ত, স্থানীয় দুই পঞ্চায়েত সদস্য রাইমনি জানা এবং দিপালী মাইতি, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিদ্যালয়ের এই নতুন সংযোজন ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পদ্ধতিতে এক আমূল পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।