Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এস ইউ সি আই (সি)'র আলোচনা সভা

অরুণ কুমার সাউ, তমলুক: রবিবার এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার ডিমারিতে ডিমারী, তমলুক, নিমতৌড়ি ও নোনাকুড়ি লোকাল কমিটির নেতা কর্মীদের নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য সম্প…


অরুণ কুমার সাউ, তমলুক: রবিবার এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার ডিমারিতে ডিমারী, তমলুক, নিমতৌড়ি ও নোনাকুড়ি লোকাল কমিটির নেতা কর্মীদের নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য কমরেড কমল সাঁই। এই দলের প্রতিষ্ঠাতা ও অন্যতম মার্কসবাদী চিন্তা নায়ক শিবদাস ঘোষের 'মার্কসবাদ ও দ্বন্দ্বমূলক বস্তুবাদের কয়েকটি দিক' এই বইটির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর সাংগঠনিক কমিটির জেলা সম্পাদক প্রণব মাইতি, জেলা সম্পাদক মন্ডলী সদস্য প্রদীপ দাস, জ্ঞানানন্দ রায়, শিলা দাস প্রমূখ। একই বিষয়ের উপর আজ বিকেলে মেচেদায় ক্ষুদিরাম ভবনে মেছেদা, কোলাঘাট, বুড়ারি, ভোগপুর এলাকার কর্মী সমর্থকদের একটি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক প্রণব মাইতি, জেলা সম্পাদক মন্ডলী সদস্য সুব্রত দাস প্রমুখ।

 দুটি সভাতেই বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে গণ আন্দোলন সংগঠিত করার পরিকল্পনা গ্রহণ করা হয় এবং আসন্ন শারদীয়া উৎসবে দলীয় পুস্তক জনসাধারণের কাছে নিয়ে যাওয়ার জন্য বুক স্টল তৈরি করার পরিকল্পনা গৃহীত হয়।