Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

যক্ষ্মা রোগীদের পূজোর মাস থেকে আগামী পূজোর মাস পর্যন্ত খাদ্য সরবরাহে জেলা স্বাস্থ্য দপ্তরের মৌ স্বাক্ষর

বাবলু বন্দ্যোপাধ্যায়।     তমলুকপূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে দুঃস্থ পরিবারে যক্ষ্মারোগে আক্রান্ত ব্যাক্তিদের এই বৎসর পুজোর মাস থেকে আগামী বৎসর পুজোর মাস পর্যন্ত এক বছর প্রতি মাসে কোলাঘাট নতুন বাজারেস্থিত একটি স্বেচ্ছাসেবী …


বাবলু বন্দ্যোপাধ্যায়।     তমলুক

পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে দুঃস্থ পরিবারে যক্ষ্মারোগে আক্রান্ত ব্যাক্তিদের এই বৎসর পুজোর মাস থেকে আগামী বৎসর পুজোর মাস পর্যন্ত এক বছর প্রতি মাসে কোলাঘাট নতুন বাজারেস্থিত একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাথে পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য বিভাগের এই চুক্তি বা মৌ স্বাক্ষর সম্পন্ন হল।এই কর্মসূচি জাতীয় যক্ষ্মা রোগ নির্মূল করণ কর্মসূচির আওতাভুক্ত। এই কর্মসূচির দায়িত্ব অর্পণ করেছেন জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ বিভাস রায়। এই মর্মে  সিএম এইচ ও এবং অন্যান্যদের উপস্থিতিতে জেলা মূখ্য স্বাস্থ্য দফতরে  মৌ চুক্তি সম্পন্ন হল। সংস্থার পক্ষে সহ সভাপতি শ্যামল আদক জানিয়েছেন প্রাথমিকভাবে দেড়শ থেকে দুশোজন পেসেন্ট এর হাতে প্রতি মাসে স্বাস্থ্য দফতর নির্ধারিত মান ও পরিমাণ মত

খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে। প্যাকেটের মধ্যে থাকবে একমাসের পরিমাণ মত সরিষার তেল, মসুর ডাল, ছোলা, সোয়াবিন, রাজমা, সুজি, চিনি ইত্যাদি সামগ্রী। তিনি আরো জানান, আমরা সারা বছর  আর্ত মুমুর্ষ দের জন্য বহুমুখী কর্মসূচি বাস্তবায়িত করে চলেছি তারা অঙ্গ স্বরূপ এই প্রয়াস। ভবিষ্যতে আরো কত বেশী পেসেন্টদের জন্য এই ব্যবস্থা করার আপ্রাণ চেষ্টা থাকবে। এমন উদ্যোগকে এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন সাধুবাদ জানিয়েছে।