Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁশকুড়া কান্ডের বিরুদ্ধে নাগরিক সমাজের স্মারকলিপি

অরুণ কুমার সাউ, তমলুক: পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে কর্তব্যরত মহিলা কর্মীর ওপর ধর্ষণের প্রতিবাদে, যথাযথ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও থ্রেট কালচারের বিরুদ্ধে তিন দফা দাবিতে বৃহস্পতিবার বিকেলে ' আরজিকরের পাশ…


অরুণ কুমার সাউ, তমলুক: পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে কর্তব্যরত মহিলা কর্মীর ওপর ধর্ষণের প্রতিবাদে, যথাযথ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও থ্রেট কালচারের বিরুদ্ধে তিন দফা দাবিতে বৃহস্পতিবার বিকেলে ' আরজিকরের পাশে আমরা তমলুক বাসী 'র পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়ের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন এই নাগরিক সমাজের পক্ষে প্রাক্তন প্রধান শিক্ষক সোম প্রকাশ মাইতি, শিক্ষিকা দুর্গা ভট্টাচার্য, অধ্যাপক সঞ্জীব কুইল্যা , কনভেনার শম্ভু মান্না, সমাজসেবী তরুণ ঘোড়াই, মৌমিতা প্রামানিক, প্রসেনজিৎ মাইতি, চন্দনা দাস প্রমূখ।

  গত বছর আরজিকরের ট্রেনী ছাত্রী অভয়ার ওপর ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে লাগাতার আন্দোলনে তমলুকের বুকে আরজিকরের পাশে আমরা তমলুকবাসী রাত দখল, মশাল মিছিল, দ্রোহের আগুন , আগুনের পরশমণি সহ পাঁশকুড়া এলাকায় বন্যা নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর মত বহু ধরনের কর্মসূচি পালন করে। এই সংগঠনের পক্ষ থেকে কসবা ল কলেজের ছাত্রীর ওপর ধর্ষণের ঘটনারও বিরোধিতায় রাস্তায় নামে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে ধর্ষণ কান্ডের বিরুদ্ধে এবং দোষীদের শাস্তির দাবি, থ্রেট কালচারের বিরুদ্ধে এই আন্দোলনে রাজপথের আন্দোলনে তাদের যুক্ত হওয়ায় নাগরিক সমাজ প্রতিবাদের ভাষা খুঁজে পাচ্ছে।