Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটের রূপনারায়ণ নদে নৌকাযোগে জলবিহারে সাহিত্য আড্ডা

বাবলু বন্দ্যোপাধ্যায়।      তমলুকমনোরম পরিবেশে খরস্রোতা রুমনারায়ণ নদের উপর নৌকাযোগে জলবিহারে পূর্ব মেদিনীপুর জেলা থেকে আগত সাহিত্যিক কবিদের নিয়ে  শরতের প্রাক্কালে সাহিত্য আড্ডার আয়োজন  করা হল । সেই সঙ্গে রীতা দে-র সম্পাদনায় আ…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়।      তমলুক

মনোরম পরিবেশে খরস্রোতা রুমনারায়ণ নদের উপর নৌকাযোগে জলবিহারে পূর্ব মেদিনীপুর জেলা থেকে আগত সাহিত্যিক কবিদের নিয়ে  শরতের প্রাক্কালে সাহিত্য আড্ডার আয়োজন  করা হল । সেই সঙ্গে রীতা দে-র সম্পাদনায় আন্ডারগ্রাউন্ড সাহিত্যের অন্যতম মুখপত্র 'আন্ডারগ্রাউন্ড'-এর দ্বিতীয় সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ ঘটল । সাহিত্যিক কবিদের নিয়ে সামাজিক প্রেক্ষাপটের উপর আলোচনার আয়োজন করাও হয় স্থানীয় একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কক্ষে। 

 উপস্থিত ছিলেন অধ্যাপিকা ড. সবিতা চক্রবর্তী, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মৌলীমাধব ঘটক,  ডাঃ উজানী জাহ্নবী ঘটক, ড.  রীতা দে, কবি প্রশান্তশেখর ভৌমিক, বিশিষ্ট শিক্ষক ও কবি সুনীল মাইতি, কবি ও প্রাবন্ধিক বিশ্বজিৎ বৈদ্য,  সংগীত শিল্পী তরুণা গঙ্গোপাধ্যায়, কবি লেখা দাশ ও ঝুমুন ঘোষ, বাচিক শিল্পী অপর্না চক্রবর্তী, কাকলি ঘোষ, ব্রততী ভট্টাচার্য প্রচ্ছদ শিল্পী ইন্দুভূষণ চট্টোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানটির সামগ্রিক পরিচালনায় ছিলেন তাপস বৈদ্য।