Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রশাসনিক উদ্যোগ নয়, পুজোর আগে ব্যবসায়ীর উদ্যোগে পরিষ্কার হল গোপীবল্লভপুর শহর

নিজস্ব প্রতিবেদক, গোপীবল্লভপুর ঝাড়গ্রাম: প্রশাসনিক উদ্যোগ নয়। পুজোর আগে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বাজার এলাকায় জমে থাকা আবর্জনা পরিষ্কারে উদ্যোগ নিলেন গোপীবল্লভপুর ব্যবসায়ী সমিতির কোর কমিটির এক সদস্য। ব্যবসায়ী সমিতির কোর …


নিজস্ব প্রতিবেদক, গোপীবল্লভপুর ঝাড়গ্রাম: প্রশাসনিক উদ্যোগ নয়। পুজোর আগে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বাজার এলাকায় জমে থাকা আবর্জনা পরিষ্কারে উদ্যোগ নিলেন গোপীবল্লভপুর ব্যবসায়ী সমিতির কোর কমিটির এক সদস্য। ব্যবসায়ী সমিতির কোর কমিটির সদস্য,সুবর্ণরৈখিক ভাষা আন্দোলনের কর্মী সমাজসেবী তন্ময় বক্সী নিজের উদ্যোগে গোপীবল্লভপুর বাজার এলাকায় একাধিক জায়গায় জমে থাকা আবর্জনা সরানোর ব্যবস্থা করলেন। এদিন তন্ময় বাবু জেসিবি মেশিন দিয়ে বাজারের সমস্ত জমে থাকা আবর্জনা গাড়িতে তুলে অন্যত্র ফেলার ব্যবস্থা করেন। পাশাপাশি শ্রমিক লাগিয়ে একটি শৌচাগারও পরিষ্কার করেন। প্রশাসনিক উদ্যোগের বাইরে একজন ব্যবসায়ীর এরকম পদক্ষেপে খুশি এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে দোকানদারা।উল্লেখ্য, গোপীবল্লভপুর বাজারের একাধিক জায়গায় বেশ কিছুদিন ধরে আবর্জনা জমা হয়েছিল।জমা আবর্জনা থেকে যেমন দুর্গন্ধ ছড়াচ্ছিল তেমন বর্ষার শেষে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগের আশঙ্কা তৈরি হচ্ছিল। এরকম পরিস্থিতিতে বাজারের আবর্জনা সরিয়ে ফেলার উদ্যোগ নেন তন্ময় বক্সী।
তন্ময় বক্সী

তন্ময় বাবু এদিন সাধারণ ব্যবসায়ীদের যত্রতত্র আবর্জনা না ফেলার জন্য আবেদন করেন।যাতে সবাই সঠিক জায়গায় আবর্জনা ফেলেন তার জন্য সচেতন করেন। পাশাপাশি তন্ময় বাবুর এধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গোপীবল্লভপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক সত্যব্রত রাউত। উল্লেখ্য কিছুদিন আগে তন্ময় বক্সী, শুভাশিস নায়েক সহ গোপীবল্লভপুরের সুবর্ণ রৈখিক পরিবারের সদস্যদের উদ্যেগে সিধু-কানু-বীরসা সেতু থেকে গোপীবল্লভপুর ঢোকার মুখে রাস্তার দুপাশে রাস্তার সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে শতাধিক পলাশ, কৃষ্ণচূড়া ও রাধাচূড়া গাছ লাগানো হয়েছে।