নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর .... রবিবার সকালে মেদিনীপুর শহরের পঞ্চুর চকে রবীন্দ্র মূর্তির সম্মুখভাগে, মেদিনীপুর শহর ভগৎ সিং ফাউন্ডেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ -ই-আজম ভগৎ সিং এর জন্মদিন। ভগৎ সিং এর প্রতিকৃতিতে ম…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর .... রবিবার সকালে মেদিনীপুর শহরের পঞ্চুর চকে রবীন্দ্র মূর্তির সম্মুখভাগে, মেদিনীপুর শহর ভগৎ সিং ফাউন্ডেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ -ই-আজম ভগৎ সিং এর জন্মদিন। ভগৎ সিং এর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ এবং সংক্ষিপ্ত আলোচনা মধ্য দিয়ে ভগৎ সিং কে স্মরণ করা হয়। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের আহ্বায়ক সমাজকর্মী কুন্দন গোপ, বিশিষ্ট প্রাবন্ধিক, সমাজকর্মী সুকুমার আচার্য, কবি জব্বার হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক নারায়ণ প্রসাদ চৌধুরী,সমাজকর্মী সুব্রত চক্রবর্তী, সমাজকর্মী বিদ্যুৎ পাঁজা, শিক্ষিকা পাপিয়া চৌধুরী, অধ্যাপক সেক ইব্রাহিম, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, শিক্ষক অভিষেক দাস, সমাজকর্মী অরুণ দাস সহ অন্যান্যরা। কর্মসূচি পরিচালনা করেন শিক্ষক সুদীপ কুমার খাঁড়া।