Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ফৌজদারী থেকে ট্রাফিক আইন একদিনে লোক আদালতে উঠবে প্রায় ১ লক্ষ ২০ হাজার মামলা। চলছে নাম নথিভুক্তের কাজ

পূর্ব মেদিনীপুর  তমলুক
ফৌজদারি, আর্থিক প্রতারণা, ট্রাফিক আইন ভাঙা ও  বিদ্যুৎ বিল বকেয়ার মামলা সহ একদিনে প্রায় ১ লক্ষ কুড়ি হাজারেরও বেশি মামলা লোক আদালতে উঠবে পূর্ব মেদিনীপুর। জাতীয় লোক আদালতের মাধ্যমে এই মামলা গুলির নিষ্পত্তির …

পূর্ব মেদিনীপুর 
তমলুক

ফৌজদারি, আর্থিক প্রতারণা, ট্রাফিক আইন ভাঙা ও  বিদ্যুৎ বিল বকেয়ার মামলা সহ একদিনে প্রায় ১ লক্ষ কুড়ি হাজারেরও বেশি মামলা লোক আদালতে উঠবে পূর্ব মেদিনীপুর। জাতীয় লোক আদালতের মাধ্যমে এই মামলা গুলির নিষ্পত্তির জন্য শুনানি শুরু হবে ১৩  সেপ্টেম্বর শনিবার। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিবছর চারটি লোক আদালত বসে দেশজুড়ে। এবছরের আগে একটি জাতীয় লোক আদালত সম্পন্ন হয়েছে। আর এদিন বছরে তৃতীয় জাতীয় লোক আদালত শুরু হবে ঐদিন। এদিন পূর্ব মেদিনীপুর জেলায় জেলা আদালতের পাশাপাশি কাঁথি ও হলদিয়া মহকুমা আদালতেও জাতীয় লোক আদালতে উঠবে প্রায় ১ লক্ষ ২০ হাজার মামলা। 


জাতীয় লোক আদালত দিবসের আগেই শুরু হয়েছে মামলাগুলির নাম নথিভূক্ত করণের কাজ। লোক আদালতের দিনে এই মামলাগুলি বেঞ্চে উঠবে। মোটর ভেহিকেলস অ্যাক্ট এর মামলা প্রায় ৮০ হাজার। এর পাশাপাশি বিভিন্ন ব্যাংকের ঋণ নেওয়ার পরিশোধ না করার মামলা রয়েছে প্রায় দশ হাজারের বেশি। এছাড়াও অন্যান্য মামলা মিলিয়ে প্রায় এক লক্ষ কুড়ি হাজার মামলা  নিষ্পত্তি ঘটাতে উদ্যোগ নেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে। লোক আদালতের আগেই পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে প্রতিটি থানায় শুরু হয়েছে নাম নথিভুক্ত করণের কাজ। 


পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের পাশাপাশি বিভিন্ন থানায় বসেছে নাম নথিভুক্ত করণের স্পেশাল ক্যাম্প।  এ বিষয়ে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সেক্রেটারি সুদীপা ব্যানার্জি বলেন, '১৩ সেপ্টেম্বর জাতীয় লোক আদালত রয়েছে। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে বিভিন্ন রকমের মামলা নিষ্পত্তির জন্য রাখা হয়েছে। তবে এই লোক আদালতে স্পেশালি ট্রাফিক চালান কেসের মামলা নিষ্পত্তি ঘটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২২ সালের মার্চ মাসের পর থেকে অনির্দিষ্ট কারণের জন্য ট্রাফিক চালান কেস লোক আদালতে নেওয়া হচ্ছিল না। ফলে বড় সংখ্যার ট্রাফিক চালান কেসের মামলা জমে রয়েছে। তার সংখ্যা প্রায় ৮০ হাজার। একদিনে এত মামলা নিষ্পত্তির জন্য আগে থেকেই জেলার প্রতিটি আদালত ও প্রতিটি থানায় একটি করে নাম নথিভুক্ত স্পেশাল ক্যাম্প তৈরি করা হয়েছে।'