নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়া ছাত্রী ধর্ষণের ঘটনা সহ সারা রাজ্যজুড়ে বারবার নারী নির্যাতন-ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে এবং রাজ্যের সর্বত্র নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে বুধবার সন্ধ্যায় প্রতিবাদ মিছিল ক…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়া ছাত্রী ধর্ষণের ঘটনা সহ সারা রাজ্যজুড়ে বারবার নারী নির্যাতন-ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে এবং
রাজ্যের সর্বত্র নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে বুধবার সন্ধ্যায় প্রতিবাদ মিছিল করলো মেদিনীপুর অভয়া মঞ্চ।এদিন সন্ধ্যায় মেদিনীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণ থেকে প্রজ্জ্বলিত মশাল হাতে মিছিল শুরু করেন অভয়া মঞ্চের সদস্য-সদস্যারা।বিদ্যাসাগর স্মৃতি মন্দির থেকে মিছিল গান্ধী মোড়, বিদ্যাসাগর মোড়ে যায় এবং সেখান থেকে পুনরায় গান্ধী মোড়ে এসে শেষ হয়। মিছিলে শেষে পথসভা হয়। মিছিলে উপস্থিত ছিলেন অভয়া মঞ্চের দুই আহ্বায়ক শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, শিক্ষিকা মধুমিতা ভূঞ্যা, আইনজীবী সব্যসাচী চ্যাটার্জী, চিকিৎসক ডাঃ সুদক্ষিনা দাস, মহিলা আন্দোলনের কর্মী দিধীতি রায়, আইনজীবী মধুমিতা দত্ত সহ অন্যান্যরা।