নিজস্ব প্রতিবেদক, কেশপুর পশ্চিম মেদিনীপুর....মানবতার সেবায় এক অনন্য নজির স্থাপন করলো পশ্চিম পাকুড়িয়া জাগ্রত প্রদীপ সংঘ। সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো ২৫ তম বর্ষের ঐতিহ্যবাহী রক্তদান শিবির। সমাজকল্যাণমূলক এই অনুষ্ঠানে উপস্থিত ছিল…
নিজস্ব প্রতিবেদক, কেশপুর পশ্চিম মেদিনীপুর....
মানবতার সেবায় এক অনন্য নজির স্থাপন করলো পশ্চিম পাকুড়িয়া জাগ্রত প্রদীপ সংঘ। সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো ২৫ তম বর্ষের ঐতিহ্যবাহী রক্তদান শিবির। সমাজকল্যাণমূলক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বহু মানুষ, রক্তদাতা ও শুভানুধ্যায়ী।
এই রক্তদান শিবিরে মোট ৮১ জন রক্তদাতা রক্তদান করেন। যা স্থানীয় এই গ্রামীণ এলাকার জন্য একটি গর্বের বিষয় । রক্ত সংগ্রহের কাজ সম্পন্ন হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড সেন্টারের সহযোগিতায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী পঙ্কজ পাত্র, কালাচাঁদ দাস খাঁ, সিতাংশু ঘোষ সহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁরা সকলেই এই মহৎ উদ্যোগের প্রশংসা করে বলেন, আজকের সমাজে এমন মানবিক কর্মকাণ্ডই প্রকৃত অর্থে সমাজকে এগিয়ে নিয়ে যায়।
সংঘের সম্পাদক অরুনোদয় মাইতি জানান, “আমাদের সংগঠন সমাজের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েই প্রতিষ্ঠিত হয়েছে। গত ২৫ বছর ধরে ধারাবাহিকভাবে আমরা রক্তদান, বৃক্ষরোপণ, ও নানান সামাজিক সেবামূলক কর্মসূচি পালন করে আসছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
দিনভর চলা এই রক্তদান শিবিরে স্থানীয় যুবসমাজের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সংগঠনের সদস্যরা জানান, আগত প্রতিটি রক্তদাতাকে সম্মাননা স্বরূপ সনদ ও আপ্যায়নের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়।
স্থানীয় মহলে ইতিমধ্যেই এই উদ্যোগের ব্যাপক প্রশংসা ছড়িয়ে পড়েছে। বহু মানুষ মনে করছেন, “এমন মানবিক কার্যক্রম সমাজে একতা, সহমর্মিতা ও দায়িত্ববোধের বার্তা বহন করে।”
মানবতার সেবায় নিবেদিত পশ্চিম পাকুড়িয়া জাগ্রত প্রদীপ সংঘের এই উদ্যোগ প্রমাণ করল,সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব সম্মিলিত প্রয়াসেই।

