Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এবিটিএ-খাতড়া মহকুমা শাখার নিজস্ব ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বাঁকুড়া...শতবর্ষ প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) বাঁকুড়া জেলা শাখার অন্তর্গত খাতড়া মহকুমা শাখার নিজস্ব ভবন, উদ্বোধন হল রবিবার আচার্য ভবন নামে নামাঙ্কিত এই ভবনের দ্বারোদঘাটন  করে …


নিজস্ব প্রতিবেদক, বাঁকুড়া...শতবর্ষ প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) বাঁকুড়া জেলা শাখার অন্তর্গত খাতড়া মহকুমা শাখার নিজস্ব ভবন, উদ্বোধন হল রবিবার আচার্য ভবন নামে নামাঙ্কিত এই ভবনের দ্বারোদঘাটন  করে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির রাজ্য সাধারণ সম্পাদক সুকুমার পাইন। ফলকের উন্মোচন করলেন সমিতির রাজ্য কোষাধ্যক্ষ ওমপ্রকাশ পান্ডে।

উপস্থিত সমিতির বাঁকুড়া জেলা সম্পাদক অস্মিতা দাশগুপ্ত, সভাপতি পরেশ মণ্ডল, সমিতির পুরুলিয়া জেলা শাখার সভাপতি প্রদীপ চৌধুরী  সহ অন্যান্য নেতৃবর্গ।