বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক"মানুষ মানুষের জন্য" মেছেদার এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবং রিলিফ এন্ড পাবলিক ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় মেচেদা বিদ্যাসাগর লাইব্রেরী হলে এলাকার রেল লাইনের ধারে গড়ে ওঠা বস্তির দু…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
"মানুষ মানুষের জন্য" মেছেদার এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবং রিলিফ এন্ড পাবলিক ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় মেচেদা বিদ্যাসাগর লাইব্রেরী হলে এলাকার রেল লাইনের ধারে গড়ে ওঠা বস্তির দু:স্থ, অসহায় শতাধিক মানুষকে বস্ত্র বিতরণ করা হল শ্যামা পুজো ও দীপাবলিকে সামনে রেখে। স্বেচ্ছাসেবী সংস্থার স্বেচ্ছাসেবকরা প্রতি বছরের ন্যায় এ বছরও কিছু সহৃদয় দোকানদার, এলাকার শুভবুদ্ধিসম্পন্ন মানুষজনের সহযোগিতায় শিশু কিশোরদের শীতবস্ত্র এবং মায়েদের জন্য শাড়ি ও যুবতী মেয়েদের জন্য চুড়িদার,পুরুষদের জন্য জিন্সের প্যান্ট প্রদান করে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রিলিফ সোসাইটির জেলা কনভেনর শিলা দাস ও সারা বাংলা পরিচারিকা সমিতির জেলানেত্রী অঞ্জলি মান্না। 'মানুষ মানুষের জন্য' সংস্থার কনভেনর স্বপন জানা বলেন, এবছর আমাদের গ্রুপের পক্ষ থেকে এলাকার দু:স্থদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত! শীতের সময় গরিব মানুষের জন্য কম্বল বিতরণের কর্মসূচি রয়েছে। এছাড়াও এলাকার ছাত্র যুবকদের মোবাইল আসক্তি থেকে মুখ ঘোরাতে খেলার মাঠে শরীর চর্চা করারও ব্যবস্থা করা হচ্ছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সদস্যা শাশ্বতী প্রামাণিক,রিভু মাজি, অপর্ণা উচ্ছ্বাসিনী,সুবীর বেরা প্রমুখরা।