বাবলু বন্দোপাধ্যায়। তমলুকপূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের মেছেদা শ্রীধর মিলন মন্দির গ্রন্থাকার অডিটরিয়ামে মেচেদা সাহিত্য একাডেমীর রবিশ্বর প্রকাশ ও সাহিত্য সম্মেলনের আয়োজন করা হল। সামাজিক প্রেক্ষাপটে সাহিত্যপত্রি…
বাবলু বন্দোপাধ্যায়। তমলুক
পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের মেছেদা শ্রীধর মিলন মন্দির গ্রন্থাকার অডিটরিয়ামে মেচেদা সাহিত্য একাডেমীর রবিশ্বর প্রকাশ ও সাহিত্য সম্মেলনের আয়োজন করা হল। সামাজিক প্রেক্ষাপটে সাহিত্যপত্রিকার বিভিন্ন দিক উঠে আসে উপস্থিত কবি সাহিত্যিকদের মধ্যে। ছিলেন বানেশ্বর চক্রবর্তী, সুকুমার মাইতি, আব্দুল মান্নান, অনিল সামন্ত, পুষ্প সাঁতরা, বিভাস মন্ডল, সুশীল রঞ্জন মাইতি, লালমোহন অধিকারী প্রমুখ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রশান্ত শেখর ভৌমিক, পৌরহিত্য করেন রমেশ চন্দ্র বেরা।