নিজস্ব প্রতিবেদক, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মরান্ডীর উদ্যোগে ও কোন্নগর ক্যারিয়ার ইনভেনশন সোসাইটির সহায়তায় ঝাড়গ্রাম জেলার শালুকগেড়িয়াতে প্রাক্ দীপাবলি বস্ত্র বিতরন ও মহিলাদের স্বাস্থ্য সচেতনতা ও স্বন…
নিজস্ব প্রতিবেদক, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মরান্ডীর উদ্যোগে ও কোন্নগর ক্যারিয়ার ইনভেনশন সোসাইটির সহায়তায় ঝাড়গ্রাম জেলার শালুকগেড়িয়াতে প্রাক্ দীপাবলি বস্ত্র বিতরন ও মহিলাদের স্বাস্থ্য সচেতনতা ও স্বনির্ভরতা মূলক অলোচনা সভা অনুষ্ঠিত হল শালুকগেড়িয়া ক্লাবের মাঠে। আশেপাশের প্রায় ৮টি গ্রামের ১৭৫ জন মহিলা, বালিকা, শিশু কিশোরদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহু। ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য ও গ্রামপঞ্চায়েতের সদস্যরা।
সঞ্চালনা করেন পরিতোষ মাহাত। সভাধিপতি সংশ্লিষ্ট সবাইকে সাধুবাদ জানান ও আগামী দিনে কন্নোগর কেরিয়ার ইনোভেশন সোসাইটিয় সাথে যৌথ ভাবে মহিলাদের স্বনির্ভর করে তোলার পরিকল্পনা গ্রহণ করার আশ্বাস দেন।
উপস্থিত ছিলেন কোন্নগড় কেরিয়ার ইনোভেশন সোসাইটির সচিব অর্চনা চক্রবর্তী, সোসাইটির অন্যতম সদস্য পিন্টু বাগ ও তার সংস্থার সদস্যরা।
আগামী দিনে জঙ্গল মহলের বিভিন্ন জায়গায় এই ধরনের গ্রহন করার ও মহিলাদের হাতের কাজ শিখিয়ে স্বাবলম্বী করে তোলার জন্য তাদের সোসাইটি প্রশাসনের সাথে সহোযোগিতায় থাকবে বলে জানান সোসাইটির সচিব অর্চনা চক্রবর্তী । এলাকার মানুষের মধ্যে এদিন উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।