অরুণ কুমার সাউ,চন্ডিপুর : মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এসটিইএ-র পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার সকালে চন্ডীপুরের এক বেসরকারি সভাগৃহে বিজয়া সম্মিলনী সংগঠিত হয়। শুভেচ্ছা বিনিময় এর সাথে সাথে আলোচনা সভা ও আবৃত…
অরুণ কুমার সাউ,চন্ডিপুর : মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এসটিইএ-র পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার সকালে চন্ডীপুরের এক বেসরকারি সভাগৃহে বিজয়া সম্মিলনী সংগঠিত হয়। শুভেচ্ছা বিনিময় এর সাথে সাথে আলোচনা সভা ও আবৃত্তি পরিবেশিত হয়। এবং সম্প্রতি শিক্ষকদের টেট বা টিচার এবিলিটি টেস্ট দেওয়ার নামে যে হয়রানির চক্রান্ত চলছে, দুর্নীতির কারণে চাকরি হারাদের পুনর্বহাল, পাশ ফেল চালু, বকেয়া মহার্ঘ ভাতা প্রদান সহ নানান দাবীতে আন্দোলনের প্রস্তুতি ও আগামী ২৭-২৮ ডিসেম্বর জলপাইগুড়ির ময়নাগুড়িতে এই সংগঠনের ৫৫ তম বর্ষে রাজ্য বার্ষিক সাধারণ সভার প্রস্তুতি নিয়ে আলোচনা উঠে আসে। সভায় সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সভাপতি হিসেবে খেজুরির শিক্ষক সোমনাথ সামন্ত এবং সহ-সভাপতি হিসেবে পাঁশকুড়ার শিক্ষক গৌরচন্দ্র পতি নির্বাচিত হন। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি মনিষীরঞ্জন গিরি, শিব শঙ্কর মল্লিক, স্বপন কুমার ভৌমিক প্রমূখ।
সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক শম্ভু মান্না জানান সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচাতে এবং শিক্ষক শিক্ষাকর্মীদের অধিকার রক্ষার লড়াইয়ে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি লাগাতার আন্দোলনের প্রস্তুতিতে আজকের এই সভা সফলতার সাথে অনুষ্ঠিত হয়।