Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগে শিশু দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : আন্তর্জাতিক শিশু দিবস পালন করা হয় জওহরলাল নেহেরু জন্মদিন দিনকে সামনে রেখে । এদিন সকালে মেদিনীপুর শহরের নজরগঞ্জ এলাকায় কৃষি বিজ্ঞান মন্দিরে বেশ কিছু দুঃস্থ ছেলে মেয়ে বিনা পয়সায় পড়াশুনা করে । ওই সমস্ত…


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : আন্তর্জাতিক শিশু দিবস পালন করা হয় জওহরলাল নেহেরু জন্মদিন দিনকে সামনে রেখে । এদিন সকালে মেদিনীপুর শহরের নজরগঞ্জ এলাকায় কৃষি বিজ্ঞান মন্দিরে বেশ কিছু দুঃস্থ ছেলে মেয়ে বিনা পয়সায় পড়াশুনা করে । ওই সমস্ত শিশুরা নদী পেরিয়ে এখানে পড়তে আসে । তাদের সামনে  সংকল্প ফাউন্ডেশন এর উদ্যোগে শিশুর অধিকার নিয়ে আলোচনা ও কিছু খাবার এবং কলম তুলে দেওয়া হয় ।

প্রথমে ফাউন্ডেশন এর পক্ষ থেকে স্বাগত ভাষণ দেন সদস্য ডলি নায়েক । আলোচনা করেন ডঃ শান্তনু পাণ্ডা, ডঃ প্রভাত করাক ও অভিনন্দন চক্রবর্তী । ৩০ জন ছাত্রছাত্রী ও ৫ জন শিক্ষক উপস্থিত ছিলেন । শেষে শিক্ষক সত্যরঞ্জন হোতা ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন ।