নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ..... সিপিআইএম এর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে প্রয়াত বর্ষীয়ান সিপিআইএম নেতা দীপক সরকারের স্মরণ সভা অনুষ্ঠিত হলো রবিবার। 'স্মরণে শপথে কমরেড দীপক সরকার' শিরোনামে আয়োজিত এই সভা এদিন বি…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ..... সিপিআইএম এর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে প্রয়াত বর্ষীয়ান সিপিআইএম নেতা দীপক সরকারের স্মরণ সভা অনুষ্ঠিত হলো রবিবার। 'স্মরণে শপথে কমরেড দীপক সরকার' শিরোনামে আয়োজিত এই সভা এদিন বিকেলে মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।সভা শুরুর আগে দীপক সরকারের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত নেতাকর্মীগণ। সভাকক্ষে সভার শুরুতে দীপক সরকারের কর্মজীবন নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। পাশাপাশি একটি ফোল্ডারে মাধ্যমে দীপক সরকারের জীবনী ও কর্মকান্ড উপস্থিত সকলের কাছে পৌঁছে দেওয়া হয়। সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন সিপিআইএম এর জেলা সম্পাদক ,তথা এদিনের সভার সভাপতি বিজয় পাল। হল ভর্তি এদিনের সভায় তিন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। প্রত্যেকেই দীপক সরকারের কর্মজীবনের বিভিন্ন দিক আলোচনার পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বামপন্থীদের কী করণীয় তা নিয়ে আলোচনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা অভয় মুখার্জি ,পরেশ পাল,তন্ময় ভট্টাচার্য,তাপস সিনহা,গীতা হাঁসদা, প্রাক্তন দুই জেলা সম্পাদক তরুণ রায়, সুশান্ত ঘোষ, বর্ষীয়ান নেতৃত্ব ডহরেশ্বর সেন। ছিলেন দলের ঝাড়গ্রাম জেলা সম্পাদক প্রদীপ সরকার, ছিলেন পূর্ব মেদিনীপুরের প্রতিনিধিরা। এছাড়াও বিভিন্ন বামপন্থী দলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অশোক সেন, জয়ন্ত পাত্র,শৈলেন মাইতি, দিলীপ নায়েক, নারায়ণ অধিকারী প্রমুখ। ছিলেন জাতীয় কংগ্রেসের প্রতিনিধিরা। বিভিন্ন দলের নেতাকর্মীদের পাশাপাশি সমাজের বিভিন্ন অংশের মানুষ এদিনের সভায় উপস্থিত ছিলেন। ছিলেন দীপক বাবুর পরিবার পরিজনেরা।
