Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জনকল্যাণ মূলক কাজের মধ্য দিয়ে সেবাময়ী শিবানী বসুর সপ্তম প্রয়াণ দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : গণপতি বসু স্মৃতি সমাজকল্যাণ সমিতির উদ্যোগে এবং মুক্তবিহঙ্গ ক্লাবের সহযোগিতায় গণপতিনগরের গণপতি বসু উদ্যানে এলাকার দুঃস্থ মহিলাদের মধ্যে কম্বল বিতরণের মাধ্যমে যথোচিত মর্যাদায় পালিত হল প্রয়াত সমাজসেব…


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : গণপতি বসু স্মৃতি সমাজকল্যাণ সমিতির উদ্যোগে এবং মুক্তবিহঙ্গ ক্লাবের সহযোগিতায় গণপতিনগরের গণপতি বসু উদ্যানে এলাকার দুঃস্থ মহিলাদের মধ্যে কম্বল বিতরণের মাধ্যমে যথোচিত মর্যাদায় পালিত হল প্রয়াত সমাজসেবী গণপতি বসুর সহধর্মিনী শিবানী বসুর সপ্তম প্রয়াণদিবস।

অবসরপ্রাপ্ত শিক্ষক নীরোদবরণ পান্ডার গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীতজ্ঞ বিশ্বেশ্বর সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপতি বসু স্মৃতি সমাজকল্যাণ সমিতির সভাপতি কৃষ্ণ প্রসাদ মাইতি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলিজিয়েট স্কুল (বালিকা বিভাগ)-এর প্রধান শিক্ষিকা স্বর্ণলতা বেরা। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়ন পত্রিকার সম্পাদক বিশিষ্ট ছড়াকার বিদ্যুৎ পাল।


উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তারাপদ দে, কোষাধ্যক্ষ সৌরিন দত্ত, সমাজসেবী কার্তিক রুইদাস, লক্ষ্মীকান্ত মাইতি, সুভাষ নাগসহ গণপতিনগর এলাকার বহু বাসিন্দা। সকলেই তাঁদের বক্তব্যে প্রয়াত শিবানী বসুর স্মৃতিচারণ করেন এবং তাঁর মহানুভবতা, নীরব সেবামূলক মনোভাব ও মানবিকতার কথা তুলে ধরেন।


বসু পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রয়াত গণপতি বসুর পুত্র চন্দন বসু এবং পৌত্র অভ্রনীল বসু। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক ড. শান্তনু পান্ডা।