Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুর বই মেলায় পুস্তক প্রকাশ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে একাদশ মেদিনীপুর বইমেলা ও মৈত্রী উৎসব। সেই উৎসব মঞ্চে অনুষ্ঠিত হলো বই প্রকাশ অনুষ্ঠান। প্রকাশিত হলো দুটি পুস্তক।বিশিষ্ট প্রকাশক রোহিনী…


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে একাদশ মেদিনীপুর বইমেলা ও মৈত্রী উৎসব। সেই উৎসব মঞ্চে অনুষ্ঠিত হলো বই প্রকাশ অনুষ্ঠান। প্রকাশিত হলো দুটি পুস্তক।বিশিষ্ট প্রকাশক রোহিনী নন্দন প্রকাশিত কবি মানসী সাহুর কাব্যগ্রন্থ "মানসীমঙ্গল কাব্য" প্রকাশিত হয় এদিন। এছাড়াও সাহিত্যিক তনুশ্রী ভট্টাচার্য অনূদিত কবি গুরুপদ মুখোপাধ্যায়ের (ইংরেজি) অনুবাদ কাব্যগ্রন্থ "আমাজন" প্রকাশিত হয় এদিন। গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বইমেলার সম্পাদক কুনাল ব্যানার্জী, সহ-সম্পাদক বিমান গুপ্ত, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমহান বন্দ্যোপাধ্যায়, কবি তাপস বৈদ্য, গোদাপিয়াশাল চারুশীলা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা  পিয়ালী সেনগুপ্ত, নয়ন পত্রিকার সম্পাদক বিদ্যুৎ পাল, বইমেলার অন্যতম উদ্যোক্তা তারাপদ পাল,প্রকাশক হরিদাস তালুকদার, কবি মানসী সাহু, কবি তনুশ্রী ভট্টাচার্য সহ বহু বিশিষ্টজন।