নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম...শুক্রবার ঝাড়গ্রাম জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে মহাসমারোহে পালিত হলো বিভাগীয় মিলনী উৎসব। প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্য দিয়ে অনুষ্ঠান…
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম...শুক্রবার ঝাড়গ্রাম জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে মহাসমারোহে পালিত হলো বিভাগীয় মিলনী উৎসব। প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের অনুষ্ঠানের সূচনা করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সুশান্ত কুমার দোলুই। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষা ড. সুজাতা তেওয়ারি, বিভাগীয় প্রধান শক্তিপদ শীট, বিভাগীয় শিক্ষক ড. সুশান্ত দে সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিল ইতিহাস অনার্সের প্রথম, তৃতীয় , পঞ্চম সেমিস্টার ,এবং বিদায়ী ছাত্রছাত্রীরা ।
প্রাক্তন ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা এবং নবাগত ছাত্র ছাত্রীদের বরণ করে নেয় ইতিহাস বিভাগের তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের ছাত্র-ছাত্রীরা। এই অনুষ্ঠানে অধ্যক্ষ উপাধ্যক্ষা,বিভাগীয় শিক্ষক শিক্ষিকারা তাদের বক্তব্যের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করেন এবং তাদের আগামী জীবনের সাফল্য কামনা করেন । উক্ত অনুষ্ঠানে প্রায় ১৫০ জন ইতিহাস বিভাগের ছাত্রছাত্রী উপস্থিত ছিল। প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে সাফল্যমন্ডিত করে তোলে।

