Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বই মেলায় এসে শুভেচ্ছা জানিয়ে গেলেন উপাচার্য অধ্যাপক ড.দীপক কর.

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর .....মেদিনীপুর বইমেলা ও মৈত্রী উৎসবের ষষ্ঠ দিনে সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত হয়ে বই মেলার উদ্যোক্তাদের ও বই প্রেমীদের শুভেচ্ছা জানিয়ে গেলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দীপক কুমার কর। …


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর .....মেদিনীপুর বইমেলা ও মৈত্রী উৎসবের ষষ্ঠ দিনে সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত হয়ে বই মেলার উদ্যোক্তাদের ও বই প্রেমীদের শুভেচ্ছা জানিয়ে গেলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দীপক কুমার কর। এদিন অনুভব পাল মঞ্চে গোয়ালতোড় কলেজের আদিবাসী লোকনৃত্য এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান মুগ্ধ করেছে সমবেত দর্শকমন্ডলীকে।

এই সান্ধ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি, মেলা কমিটির সভাপতি মুকুলরঞ্জন রায়, বইমেলার কার্যনির্বাহী সভাপতি ডাঃ গোলক মাজি, বইমেলার সম্পাদক কুনাল ব্যানার্জী, বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক অরিন্দম গুপ্ত, ডিন অশোক কুমার, অধ্যাপক তপন দে, অধ্যাপক রামকৃষ্ণ মাইতি, গড়বেতা কলেজের অধ্যক্ষ হরিপ্রসাদ সরকার, কে ডি কলেজের অধ্যক্ষ দুলালচন্দ্র দাস, হিজলি কলেজের অধ্যক্ষ আশীষ দণ্ডপাট, ঘাটাল কলেজের অধ্যক্ষ মন্টুকুমার দাস, প্যারামেডিকেল কলেজের অধ্যক্ষ গোপালচন্দ্র বেরা সহ বহু গুণী মানুষ।

বইয়ের সঙ্গে  বাড়তি পাওনা অনুভব পাল মঞ্চে আয়োজিত এই নৃত্যগীত সহ নানা সাংস্কৃতিক কর্মসূচি মেলায় আগত মানুষদের কিছুটা সময় এক অপরিসীম ভালোলাগায় আপ্লুত করছে বইমেলার প্রতিটি সন্ধ্যায়।