নিজস্ব প্রতিবেদক, রঘুনাথপুর, পুরুলিয়া..... রঘুনাথপুর মহকুমার পাড়া অঞ্চলের পাড়া কমিউনিটি হলে পুরুলিয়া জেলার প্রতিটি ব্লক থেকে আগত ২৫০-এরও বেশি নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একাদশ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল জেলার প্রতিটি বিদ…
নিজস্ব প্রতিবেদক, রঘুনাথপুর, পুরুলিয়া..... রঘুনাথপুর মহকুমার পাড়া অঞ্চলের পাড়া কমিউনিটি হলে পুরুলিয়া জেলার প্রতিটি ব্লক থেকে আগত ২৫০-এরও বেশি নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একাদশ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল
জেলার প্রতিটি বিদ্যালয়ে প্রতিটি বিষয় বিষয়-শিক্ষক মাধ্যমে পঠন পাঠন , জেলার সমস্ত বিদ্যালয়গুলিতে সমস্ত খালি পদে স্বচ্ছ ভাবে শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ ,জেলার সমস্ত বন্ধ হয়ে যাওয়া হোস্টেলগুলি খোলার দাবি, বিদ্যালয়েগুলিকে ইনফ্রাস্ট্রাকচার গ্রান্ড, ১০০ শতাংশ কম্পোজিট গ্রান্ড দেওয়ার দাবি তো ছিলই। মূল দাবি যেকোনো মূল্যে সাধারণ শিক্ষা রক্ষা কর।
সম্মেলনের শুরুতেই পাড়া বাজার এলাকায় শিক্ষকদের একটি সুদৃশ্য মিছিল পরিক্রমা করে।
সম্মেলনের অনুষ্ঠানিক উদ্বোধন করেন সমিতির মুখপত্র শিক্ষা ও সাহিত্য পত্রিকার সম্পাদক রাণা ভট্টাচার্য।
সম্মেলনের পতাকা উত্তোলন করেন সমিতির পুরুলিয়া জেলা সভাপতি প্রদীপ চৌধুরী। সমিতির জেলা সম্পাদক ব্যোমকেশ দাসের উত্থাপিত খসড়া সম্পাদকীয় প্রতিবেদনের উপর মোট ১৭ জন প্রতিনিধি আলোচনায় অংশগ্রহণ করেন ।সম্মেলন পরিচালনা করেন প্রদীপ চৌধুরী, মল্লিকা সান্যাল প্রণব নিয়োগী, হরপ্রসাদ পাত্রকে নিয়ে গঠিত সভাপতমন্ডলী ।
সম্মেলনে প্রধানশিক্ষক-প্রধান শিক্ষিকা, অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা, জুনিয়র হাইস্কুল, শিক্ষাকর্মী এবং এমএসকে, পার্শ্ব শিক্ষক, কন্ট্রাচুয়াল শিক্ষক, আইসিটি শিক্ষকদেরও বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব প্রদীপ রায় এবং অভ্যর্থনা কমিটির সভাপতি সুব্রত ব্যানার্জি। সম্মেলন থেকে ৫৭ জনের একটি শক্তিশালী জেলা কাউন্সিল গঠিত হয় এবং রাজ্য সম্মেলনের জন্য ২৩ জন প্রতিনিধি নির্বাচিত হন।


