Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিনামূল্যে আইনি পরিষেবা পৌঁছে দিতে গ্রামে উপস্থিত বিচারক

নিজস্ব প্রতিবেদক, ঝাড়গ্রাম .....গ্রামীণ স্তরের সাধারণ মানুষের কাছে বিনামূল্যে আইনি পরিষেবার কথা পৌঁছে দিতে "আইনি সচেতনতা শিবির" অনুষ্ঠিত হলো খাসজঙ্গল গ্রামে।    ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের কলমাপুকুরিয়া ফ্রেন্ডস স্পো…


নিজস্ব প্রতিবেদক, ঝাড়গ্রাম .....গ্রামীণ স্তরের সাধারণ মানুষের কাছে বিনামূল্যে আইনি পরিষেবার কথা পৌঁছে দিতে "আইনি সচেতনতা শিবির" অনুষ্ঠিত হলো খাসজঙ্গল গ্রামে। 

   ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের কলমাপুকুরিয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এবং ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরিচালনায় সোমবার অনুষ্ঠিত হলো "আইনি সচেতনতা শিবির"। 

 ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা  কর্তৃপক্ষের সচিব তথা বিচারক রিহা ত্রিবেদী বাল্য বিবাহ , সাইবার ক্রাইম, পিতা মাতার ভালো ভাবে দেখভাল করা , প্রবীণ মানুষদের  আইনি অধিকার সহ অন্যান্য নানান আইনি বিষয়ে আলোচনা করেন।

ঝাড়গ্রাম ফ্যামিলি কোর্টের বিচারক দেবপ্রিয় বসু ঘরোয়া হিংসা রদ,মহিলাদের অধিকার,পারিবারিক নানান সমস্যার সমাধান সহ অন্যান্য নানান আইনি বিষয়ে আলোচনা করেন।


ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহু জানান খুবই গুরুত্বপূর্ণ সময়পযোগী আলোচনা সাধারণ মানুষের খুবই কাজে লাগবে।

ক্লাবের সভাপতি স্বরূপ ঘোষ জানান এইরকম ক্যাম্প আমাদের অঞ্চল এলাকায় প্রতিটি গ্রামেই করার ইচ্ছে আছে ।

উক্ত সচেতনতা শিবিরে প্রায় ২৫০ জন পুরুষ মহিলা সহ এলাকার ছাত্র ছাত্রীরাও উপস্থিত ছিলেন।


উপস্থিত ছিলেন রিহা ত্রিবেদী(সচিব তথা বিচারক , জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ঝাড়গ্রাম),দেবপ্রিয় বসু ( বিচারক, ঝাড়গ্রাম ফেমেলী কোর্ট), সুব্রত বারিক ( অফিস মাস্টার,জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ঝাড়গ্রাম।)মামিনুর মিয়া - (SI, নয়াগ্রাম থানা)রীতা দাস দত্ত এবং অলোক সিং (অধিকার মিত্র,জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ঝাড়গ্রাম) সুমন সাহু ( শিক্ষা কর্মাধ্যক্ষ, ঝাড়গ্রাম জেলা পরিষদ)বর্না পানিভারিয়া (প্রধান, মলম গ্রাম পঞ্চায়েত)