Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দিল্লির বিস্ফোরনের জের ! দিঘা জগন্নাথ ধামের নিরাপত্তা আরো জোরালো

দিঘা জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্রের নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হলো। দিল্লিতে বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে। এদিন মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখলেন পূর্ব মেদিনীপুরের  অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ কাঁথি  শুভেন…


দিঘা জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্রের নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হলো। দিল্লিতে বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে। এদিন মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখলেন পূর্ব মেদিনীপুরের  অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ কাঁথি  শুভেন্দ্র কুমার ,ডি এস পি ডি এন্ড টি এবং অন্যান্য পদস্থ আধিকারিকরা। মন্দির চত্ত্বরে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন থাকা নিরাপত্তা কর্মীদেরকে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বিস্তারিতভাবে অবহিত করা হয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়। ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর কার্যকর রয়েছে এবং আগত দর্শনার্থীদের অবিরাম তল্লাশি চলছে মন্দিরের সমস্ত প্রবেশদ্বারে। মূল গেট ও ৬ নম্বর গেটে এক্স-রে ব্যাগেজ স্ক্যানার চালু রয়েছে। যে কোনও জরুরি পরিস্থিতির মোকাবিলায় কুইক রেসপন্স টিম মন্দির চত্বরে উপস্থিত রয়েছে। এছাড়াও, মন্দিরের অভ্যন্তরে থাকা সিসিটিভি কভারেজও পরীক্ষা করে দেখা হয়েছে।শুধুমাত্র মন্দির চত্বর নয়, দিঘা-ওড়িশা নাকা সীমান্তেও সর্বক্ষণ নজরদারি চলছে। পাশাপাশি, সমুদ্র সৈকত বরাবর পুলিশি টহলদারিও জোরদার করা হয়েছে।