Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লিটিল নেষ্ট স্কুলে শিশু দিবসে নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর : মেদিনীপুর শহরের ডিরোজিও নগরে অবস্থিত শিশুদের বিদ্যালয়ে লিটিল নেষ্টের উদ্যোগে বহুমুখী ও বর্ণময় কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো শিশু দিবস।
এই উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে ঋষি অরবিন্দ শি…


নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর : মেদিনীপুর শহরের ডিরোজিও নগরে অবস্থিত শিশুদের বিদ্যালয়ে লিটিল নেষ্টের উদ্যোগে বহুমুখী ও বর্ণময় কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো শিশু দিবস।

এই উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে ঋষি অরবিন্দ শিশু উদ্যানে আয়োজিত হলো নানা কর্মসূচি।শুরুতে জহরলাল নেহেরু'র প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফেন্সি ড্রেস ও মডেলিং বিষয়ে প্রতিযোগিতা হয়। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং শিশু উদ্যানের প্রেক্ষাগৃহে শিশুদের উপযোগী থ্রি-ডি শো প্রদর্শিত হয়। শিশুদের মিষ্টি মুখ করানো হয়।অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান বিদ্যালয়ের অধ্যক্ষা ইন্দ্রানী অধিকারী।

উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামলী সাহা, বর্ণালী মন্ডল,মিতুল সামন্ত,দীপ্তি দাস,বাসবদত্তা  মন্ডল প্রমুখ।সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা সুমিত্রা দোলই।