নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর..... শিক্ষা, সংস্কৃতি ও স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান মেদিনীপুরের মাটি রক্তদান আন্দোলনের অন্যতম শক্ত ঘাঁটি।প্রবীণ নেতৃত্বের তত্ত্বাবধানে তরুণ প্রজন্মই এই রক্তদান আন্দোলনের মূল চালিকাশক্তি। এই সমস্ত কর্…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর..... শিক্ষা, সংস্কৃতি ও স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান মেদিনীপুরের মাটি রক্তদান আন্দোলনের অন্যতম শক্ত ঘাঁটি।প্রবীণ নেতৃত্বের তত্ত্বাবধানে তরুণ প্রজন্মই এই রক্তদান আন্দোলনের মূল চালিকাশক্তি। এই সমস্ত কর্মীদের রক্ত বিজ্ঞানে সমৃদ্ধকরণ ও মেলবন্ধন ঘটাতে এবং রক্তদান আন্দোলনকে আরও ত্বরান্বিত করতে অনুষ্ঠিত হলো"জেলা কর্মী সম্মেলন"। ওয়েষ্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি অনুমোদিত মেদিনীপুর ডিস্ট্রিক ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে রবিবার মেদিনীপুর কলেজের বিবেকানন্দ সভাগৃহে অনুষ্ঠিত হলো এই সম্মেলন।
পশ্চিম মেদিনীপুর জেলার ২১টি ব্লক ও ৭টি পৌরসভা থেকে প্রায় ৩০০ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহন করেন। সম্মেলনের সূচনায় মেদিনীপুর শহরে এক সুসজ্জিত পদযাত্রা অনুষ্ঠিত হয়। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধান সভার বিধায়ক সুজয় হাজরা, মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ,বিশিষ্ট চিকিৎসক অজয় শীট, গৌতম দে, ঈশিতা গাঁতাইত, বাবুরাম মুর্মু ,সুফল সম্প আপস লিগই পথ। সম্মেলনে বক্তব্য রাখেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটির রাজ্য সভাপতি পদ্মশ্রী অরুণোদয় মন্ডল, রাজ্য সাধারন সম্পাদক কবি ঘোষ, পশ্চিম বঙ্গ সরকারের জনস্বস্থ্য আধিকারিক ডাঃ কাজল কৃষ্ণ বনিক, সংগঠনের রাজ্য সহ-সভাপতি অসীম ধর, যুগ্ম সম্পাদক ডাঃ পল্লব দে, রাজেশ পালিত মেদিনীপুর ডিস্ট্রিক ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক জগদীশ মাইতি, ডেপুটি সম্পাদক মৃত্যুঞ্জয় সামন্ত, রাজ্য স্বাস্থ্য ভবনের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর (ভিবিডি) ডাঃ সমরজিৎ রায় প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য তাপস সিনহা,বিকাশ রঞ্জন ভুঁইয়া,সন্দীপ সিংহ,শান্তনু দে,কৌস্তভ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।ডাক্তার সমরজিৎ রায়। এদিনের সম্মেলনে সভাপতিত্ব করেন মেদিনীপুর ডিস্ট্রিক ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি চিকিৎসক ডাঃ মঙ্গল প্রসাদ মল্লিক। কিছুটা সময়ের জন্য সঞ্চালনা করেন অখিলবন্ধু মহাপাত্র।


