নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ..... সামাজিক সংগঠন জঙ্গল মহল উদ্যোগ-এর পশ্চিম মেদিনীপুর জেলা শাখার ষষ্ঠ জেলার সাধারন সভা অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের বার্জ টাউনে অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলা প্রেস ক্লাবের কার্যালয় স্বরবর্ণ ভবনে। চ…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ..... সামাজিক সংগঠন জঙ্গল মহল উদ্যোগ-এর পশ্চিম মেদিনীপুর জেলা শাখার ষষ্ঠ জেলার সাধারন সভা অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের বার্জ টাউনে অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলা প্রেস ক্লাবের কার্যালয় স্বরবর্ণ ভবনে। চারাগাছে জল ঢেলে কর্মসূচির সূচনা হয়।
জঙ্গল মহল উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলা শাখার অতীত থেকে বর্তমান কাজকর্মের বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক তথা সংগঠনের জেলা শাখার সভাপতি ড. মধুপ দে। সংস্থার মিশন ও ভিসান নিয়ে বক্তব্য রাখেন সংস্থার রাজ্য সাধারণ সম্পাদক প্রিয়ব্রত বেরা, সভাপতি সুরজিৎ সেনগুপ্ত , রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক ড.বিবেকানন্দ চক্রবর্তী, অমিত কুমার সাহু প্রমুখ। সাধারণ সভার সাফল্য কামনা করে বক্তব্য রাখেন মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ, বিশিষ্ট উদ্যোগপতি চন্দন বসু প্রমুখ ।
সম্পাদকীয় প্রতিবেদন ও আয়ব্যায়ের হিসাব পেশ করেন সম্পাদক সুব্রত মহাপাত্র ও কোষাধ্যক্ষ নরসিংহ দাস।এই সভায় আন্তর্জাতিক পদক জয়ী ক্রীড়াবিদ অনীক সাউ ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ সমূহের বেস্ট এন এস এস প্রোগ্রাম অফিসার ড. সুশান্ত দেকে সম্বর্ধিত করা হয়। এছাড়াও সম্বর্ধিত করা হয় পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবকে। ক্লাবের পক্ষে দুই সাংবাদিক মহম্মদ আসিফ ও নিতাই রক্ষিত এই সম্মাননা গ্রহণ করেন।
সম্পাদকীয় প্রতিবেদন ও আয়ব্যায়ের হিসাবের উপর উপস্থিত ৭ জন সদস্য সদস্যা আলোচনায় অংশগ্রহণ করেন।
সর্বসম্মতিক্রমে ১৭ জনের নবগঠিত জেলা কমিটির সভাপতি পদে ড. মধুপ দে, কার্যকরী সভাপতি পদে অমিত কুমার সাহু, সম্পাদক পদে সুব্রত মহাপাত্র, দুই যুগ্ম-সম্পাদক পদে সুদীপ কুমার খাঁড়া ও ড. সুশান্ত দে কোষাধ্যক্ষ পদে নরসিংহ দাস নির্বাচিত হন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুদীপ কুমার খাঁড়া।



