তমলুক ,কাজল মাইতি, দেশ মানুষ: রাজ্যের গ্রামীণ সড়ক পরিকাঠামোকে ঢেলে সাজাতে উদ্যোগী হল রাজ্য সরকার। 'রাস্তাশ্রী-পথশ্রী-৪' প্রকল্পের মাধ্যমে গোটা রাজ্যে ২০ হাজার কিলোমিটার রাস্তার কাজের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো…
তমলুক ,কাজল মাইতি, দেশ মানুষ: রাজ্যের গ্রামীণ সড়ক পরিকাঠামোকে ঢেলে সাজাতে উদ্যোগী হল রাজ্য সরকার। 'রাস্তাশ্রী-পথশ্রী-৪' প্রকল্পের মাধ্যমে গোটা রাজ্যে ২০ হাজার কিলোমিটার রাস্তার কাজের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই অঙ্গ হিসেবে, ভোটের মুখে সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ করতে পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হল বিপুল অঙ্কের সড়ক নির্মাণ কাজ।
জানা গিয়েছে, এই প্রকল্পের অধীনে পূর্ব মেদিনীপুর জেলায় মোট ৫২৪টি রাস্তা তৈরি বা সংস্কার করা হবে, যার মোট দৈর্ঘ্য ৮৭৬.৩২ কিলোমিটার। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৫১৬.২৭ কোটি টাকা। বৃহস্পতিবার জেলার জেলা পরিষদ ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মেগা প্রকল্পের শুভ সূচনা হয়।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, জেলাশাসক ইউনিস ঋষিন ইসমাইল, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, চণ্ডীপুরের বিধায়ক তথা অভিনেতা সোহম, তমলুকের বিধায়ক সৌমেনকুমার মহাপাত্র, মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী, নন্দকুমারের বিধায়ক সুকুমার দে-সহ জেলার বহু জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা।
জেলাশাসক ইউনিস ঋষিন ইসমাইল জানান, "জেলায় নির্ধারিত ৫২৪টি রাস্তার মধ্যে বৃহস্পতিবার একসঙ্গে ৬০টি রাস্তার কাজের সূচনা করা হয়েছে। বাকি রাস্তাগুলির কাজ আগামী সপ্তাহের মধ্যেই টেন্ডারের মাধ্যমে শুরু করে দেওয়া হবে।"
রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী এই উদ্যোগকে মানবিক আখ্যা দিয়ে বলেন, "গ্রামাঞ্চলের কিছু রাস্তা খারাপ রয়েছে, যা দ্রুত মেরামত করা দরকার। মানবিক মুখ্যমন্ত্রী এই প্রয়োজন পূরণ করতেই 'রাস্তাশ্রী-পথশ্রী' প্রকল্পের মাধ্যমে সেই রাস্তাগুলি তৈরির চেষ্টা করছেন। রাস্তা খুবই জরুরি।"
জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনে বলেন, "বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলার কোষাগার থেকে মানুষের কথা ভাবেন। রাজ্যের একের পর এক উন্নয়নই তার জীবন্ত উদাহরণ।"
একসময়ের লাল মাটির রাস্তাগুলিকে পাকা ঢালাই রাস্তায় রূপান্তরিত করে গ্রামীণ যোগাযোগকে আরও উন্নত করার লক্ষ্যেই এই নতুন প্রকল্পের সূচনা, যা রাজ্যের সড়ক পরিকাঠামোয় নতুন মাত্রা যোগ করবে।

