Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মা সারদার ১৭৩তম জন্মতিথি, তমলুকে রামকৃষ্ণ মঠ সেবাশ্রমে উৎসবের সাড়ম্বর

তমলুক ,কাজল মাইতি, দেশ মানুষ: জগৎ জননী শ্রী শ্রী মা সারদা দেবীর ১৭৩তম জন্মতিথি উপলক্ষে বুধবার তমলুক শহর মেতে উঠল এক পবিত্র আনন্দ উৎসবে। বেলুড় মঠ, কামারপুকুর এবং জয়রামবাটির পাশাপাশি পূর্ব মেদিনীপুরের এই প্রাচীন শহরেও রামকৃষ্ণ মঠ ও…


তমলুক ,কাজল মাইতি, দেশ মানুষ: জগৎ জননী শ্রী শ্রী মা সারদা দেবীর ১৭৩তম জন্মতিথি উপলক্ষে বুধবার তমলুক শহর মেতে উঠল এক পবিত্র আনন্দ উৎসবে। বেলুড় মঠ, কামারপুকুর এবং জয়রামবাটির পাশাপাশি পূর্ব মেদিনীপুরের এই প্রাচীন শহরেও রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের উদ্যোগে সাড়ম্বরে পালিত হচ্ছে এই বিশেষ দিনটি।

বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকেই উৎসবের সূচনা। মঙ্গল আরতি, বেদ পাঠ ও ভজনের মধ্য দিয়ে পূণ্যময় দিনের শুভ সূচনা হয়। এরপর সকাল সাতটায় তমলুক শহর পরিক্রমায় বেরোয় এক সুসজ্জিত প্রভাত ফেরি ও শোভাযাত্রা। ভক্তি ও শ্রদ্ধার আবহে ভক্তকূলের অংশগ্রহণে এই শোভাযাত্রা তমলুকের রাজপথ ধরে এগিয়ে যায়।

শোভাযাত্রা শেষে শুরু হয় মায়ের বিশেষ পুজো। ভক্তরা শ্রী শ্রী চণ্ডী পাঠ শোনেন এবং মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। দুপুরে এই পুণ্য তিথিতে ভক্তদের উদ্দেশ্যে শ্রী শ্রী মায়ের জীবন ও বাণী সম্পর্কে আলোচনা ও ব্যাখ্যা করেন স্বামী শ্রুতি সারানন্দ জি মহারাজ।


 শ্রী শ্রী সারদা মায়ের এই জন্মতিথি উৎসবে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত সমবেত হয়েছেন। দুপুরে প্রায় ছয় হাজার ভক্তের মধ্যে ভোগ বিতরণ করা হবে। তমলুক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের এই উদ্যোগকে কেন্দ্র করে শহরজুড়ে তৈরি হয়েছে এক ভক্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ।